Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরের ছবিতে নারী হচ্ছেন ইরফান খান!


২৭ নভেম্বর ২০১৭ ০৯:০৯ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৭ ০৯:২৩

বিনোদন ডেস্ক

অভিনয়ে গোটা দুনিয়াকে মুগ্ধ করে রেখেছেন ইরফান খান। কিছুদিন আগে মোস্তফা সরোয়ার ফারুকী’র ‘ডুব’ সিনেমার মাধ্যমে বাংলাদেশী দর্শকদেরও আনন্দ দিয়েছেন এই ‘গ্লোবাল’ তারকা। সর্বশেষ তার ‘কারিব কারিব সিঙ্গেল’ ছবিটিও ভারতজুড়ে দারুণ সাড়া পেয়েছে। তবে এখানেই শেষ নয়। ইরফান খান পরবর্তী সিনেমায় অভিনয় করবেন একজন নারীর চরিত্রে!

বিখ্যাত পরিচালক অনুপ সিং তার পরের ছবি ‘লাস্য-দ্য জেন্টল ড্যান্স’-এ ইরফানকে নিবেন। সেখানেই ‘প্রায়’ নারীর একটি চরিত্রে দেখা যাবে ‘লাঞ্চবক্স’ খ্যাত ইরফানকে।

‘লাস্য-দ্য জেন্টল ড্যান্স’ ছবির কাহিনী সম্পর্কে অনুপ জানান, এখানে এমন একজন পুরুষকে দেখানো হবে, যিনি বেড়ে উঠেছেন কৃষ্ণলীলা সংস্কৃতির মধ্য দিয়ে। এটা উপাসনার জন্য এক ধরনের নাচ। এখানে পুরুষকে নারীর ভূমিকা পালন করতে হয়। ছবির মূল নায়ক এ কাজ করতে করতে একসময় আবিষ্কার করেন প্রাত্যহিক কাজেও তিনি নারী হয়ে থাকতেই পছন্দ করছেন। যেখানে প্রায় পুরোটা সময় ইরফানকে নারীর মতো হয়ে থাকতে হবে।

ইরফান এবং অনুপ সিং এর ফিল্মি জুটি অনেক পুরনো। এর আগে, ‘কিসসা: দ্য টেল অব আ লোনলি ঘোস্ট’ ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেন নির্মাতা অনুপ সিং ও অভিনেতা ইরফান খান। এরপর ২০১২ সালের পর ‘দ্য সং অব স্করপিয়নস’-এ দুজন একসঙ্গে কাজ করেছেন। যেখানে ইরানি অভিনেত্রী গোলসিফটেহ ফারাহানি ও ভারতীয় ছবির কিংবদন্তি তারকা ওয়াহিদা রেহমানও অভিনয় করেছেন। সিঙ্গাপুর চলচ্চিত্র উৎসবে ছবিটি ব্যাপক প্রশংসিত হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর