Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলস, তুমি কার?


১৫ ডিসেম্বর ২০১৭ ১৯:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতীক আকবর

জনপ্রিয় ব্যান্ড মাইলসের ভোকাল ও বেজ গিটারিস্ট শাফিন আহমেদ। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করেই তার ফেসবুক পেইজ থেকে প্রকাশ করা হয় উকিল নোটিশ। সেখানে বলা হয়েছে ‘মাইলস ব্যান্ড লিমিটেড’-এর উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা শাফিন আহমেদ। বর্তমানে মাইলস ব্যান্ড ‘মাইলস ব্যান্ড লিমিটেড’-এর সম্পত্তি।’ এতে নেই কোনো অভিযুক্তের নাম।

কিন্তু হঠাৎ করে কেন এমন নোটিশ দিলেন শাফিন আহমেদ? তিনি বললেন, ‘এটা কারো বিরুদ্ধে নয়। সবাইকে জানানোর জন্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে এই নোটিশ।’

তাহলে কি কিছু ঘটছে ব্যান্ডটির ভেতরে? হামিন আহমেদ বললেন-

‘কিছুই ঘটছে না। আমরা তো ঠিকই আছি। শাফিন কী করবে, সেটা তার ব্যাপার। তবে এখন পর্যন্ত শাফিন যা করেছে তা খুবই নিন্দনীয়। এ ব্যাপারে কথা বলতে আমরাও বিব্রত। সে যা করেছে তার জন্য শাফিনকেই রেসপনসেবল হতে হবে।’

বিজ্ঞাপন

হামিন আহমেদের কাছ থেকে কথা কেড়ে নিয়ে মানাম আহমেদ বলেন, ‘মাইলস মাইলসের জায়গায় থাকবে। এখানে কে থাকবে, কে থাকবে না, তাতে মাইলসের কিছু যায় আসে না।’ উকিল নোটিশে শাফিন আহমেদ উল্লেখ করেছেন, ‘মাইলস নামে অন্য কেউ যেন কাজ না করেন।’ এর প্রেক্ষিতে হামিন আহমেদ বলেন, ‘মাইলস কারো নিজের না। আর তার জন্য যদি কোনো কিছু প্রমাণ করতে হয়, তা করতে আমরা প্রস্তুত আছি।’

https://www.youtube.com/watch?v=4Te2QItfrg8&feature=youtu.be

নোটিশের কারণে মাইলসের কোনো কিছুই বন্ধ হবে না বলে জানিয়েছেন হামিন। শিগগিরই দেশের বাইরে যাবে মাইলস। অন্যদিকে শাফিন আহমেদও তার বক্তব্য সবার সামনে তুলে ধরতে করছেন পরিকল্পনা।

ছবি: নূর

সারাবাংলা/পিএ/কেবিএন

বিতর্ক মাইলস মানাম আহমেদ শাফিন আহমেদ হামিন আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর