Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলকাতার সিনেমার গানে মাহতিম সাকিব

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২২ ১৬:১২

মাহতিম সাকিব কলকাতার চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের ‘কুলের আচার’ নামের একটি ছবির গানে কণ্ঠ দিয়েছেন। ‘ভুল করেছে ভুল’ শিরোনামের গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কলকাতার মধুবন্তী বাগচী। গানটির কথা ও সঙ্গীতায়োজন করেছে প্রসেনের দলবল।

বাংলাদেশের মাহতিম সাকিব কলকাতায় বেশ জনপ্রিয়। এর আগেও মাহতিম এসভিএফের প্রোডাকশানে কাজ করেছেন। তার নতুন এ গানটি প্রসঙ্গে মাহতিম বলেন, ‘গানটির কথা ও সুর দারুণ, পাশাপাশি এর সঙ্গীতায়োজন হয়েছে চমৎকার। যা গানটি করার প্রেরণা যুগিয়েছে। গানটি শ্রোতাদের পছন্দ হবে বলে আমার বিশ্বাস। মধুবন্তী বাগচীর সাথে গানটি করার সুযোগ পেয়ে আমি ধন্য।’

বিজ্ঞাপন

কুলের আচার একটি পারিবারিক সিনেমা যেখানে একটি পরিবারের মর্মস্পর্শী উপাখ্যান তুলে ধরা হয়েছে। সিনেমাটির শ্রেষ্ঠাংশে রয়েছেন মধুমিতা সরকার এবং বিক্রম চ্যাটার্জী। সুদীপ দাসের নির্দেশনায় নির্মিত এই সিনেমাটি মুক্তি পাবে ১৫ জুলাই।

সারাবাংলা/এজেডএস

মাহতিম সাকিব

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর