Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় সপ্তাহে ১৮ সিনেমা হলে ‘তালাশ’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২২ ১৬:০৩

১৭ জুন দেশের ৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘তালাশ’। এই সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে প্রথমবারের মতো রূপালি পর্দায় অভিষেক হয়েছে আদর আজাদের। এতে তাকে একজন নেশাগ্রস্ত রকস্টারের চরিত্রে দেখা যাবে। আদরের বিপরীতে অভিনয় করেছেন শবনম ইয়াসমিন বুবলী। ছবিটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির।

মুক্তির দ্বিতীয় সপ্তাহে ‘তালাশ’ চলছে ১৮টি সিনেমা হলে। যে সকল সিনেমা হলে ছবিটি চলছে তার তালিকা নিচে দেওয়া হল।

বিজ্ঞাপন

ঢাকার মধ্যে: স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা শপিং মল), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), চন্দ্রিমা (শ্রীপুর, সাভার)।

ঢাকার বাইরে: শাপলা (রংপুর), শংখ (খুলনা), চিত্রালী (খুলনা), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), সােনালী (ঈশ্বরগঞ্জ), রাজ (কুলিয়ারচর), অভিরুচি (বরিশাল), সেনা অডিটোরিয়াম (সাভার ক্যান্টমেন্ট), পান্না (মুক্তারপুর), মনিহার (যশাের), মাধবী (মধুপুর), ঝংকার (বকশিগঞ্জ), সুগন্ধা (চট্টগ্রাম), রাজিয়া (নাগরপুর)।

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত ‘তালাশ’ সিনেমার কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। এ সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ। সিনেমাটি পরিবেশনা করছে দ্য অভি কথাচিত্র।

সারাবাংলা/এজেডএস

১৮ সিনেমা হল আদর আজাদ তালাশ দ্বিতীয় সপ্তাহ বুবলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর