Saturday 12 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরতি কাটিয়ে বুবলি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০১

বুবলি গেল প্রায় ৮ মাস ধরে নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি। নিয়েছিলেন বিরতি। অবশেষে ৮ মাসের সে বিরতি ভেঙ্গে তিনি ‘নীল টিপ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। মেহেদি হাসান পরিচালিত ছবিটিতে তার বিপরীতে আছেন শ্যামল মওলা।

পরিচালক মেহেদী বলেন, ‘বুবলীর সঙ্গে আমরা নাটকের একজন অভিনেতাকে নিতে চাই। এখনো চূড়ান্ত হয়নি বলে নাম বলতে চাই না।’

তিনি আরও বলেন, ‘ছবিটির গল্প বুবলীর ওপরই। তিনিও গল্পটা বেশ পছন্দ করেছেন। আসলে আমাদের দেশে নারীপ্রধান গল্পে ছবি নির্মিত হয় কম। একটা সময় শাবানা ম্যাডামের ওপর ছবি নির্মিত হতো। আমিও এই সময় বুবলীর ওপর বাজি ধরেছি। দর্শকদের ভালো একটা ছবি উপহার দিতে চাই।’

ছবিটি নিয়ে শ্যামল মওলা বলেন, ‘অনেকের সঙ্গেই কথা চলছে। এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’

সারাবাংলা/এজেডএস

নীল টিপ বুবলি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর