Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেন্সর পেলো ‘মধুমতী পারের মানুষটি: শেখ মুজিবুর রহমান’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২২ ১৮:০০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তানভীর মোকাম্মেল পরিচালিত ‘মধুমতী পারের মানুষটি: শেখ মুজিবুর রহমান” সেন্সর সনদ লাভ করেছে। প্রায় দেড় ঘণ্টা দৈর্ঘ্যের এই প্রামাণ্যচিত্রটির চিত্রনাট্য রচনা, গবেষণা ও পরিচালনা করেছেন তানভীর মোকাম্মেল।

প্রধান সহকারী পরিচালক ও শিল্প নির্দেশনার দায়িত্বে ছিলেন উত্তম গুহ। অন্যান্য সহকারী পরিচালকেরা ছিলেন সৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা ও রানা মাসুদ।

বিজ্ঞাপন

ছবিটির ভাষ্য পাঠ করেছেন চিত্রলেখা গুহ। ভাষ্য পাঠে আরো ছিলেন ভাস্বর বন্দোপাধ্যায় ও শিল্পী মহালনবীশ। আবহসঙ্গীত পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু। সম্পাদনা করেছেন মহাদেব শী ও ওয়াসিউদ্দিন আহমেদ। ছবিটির গবেষণা কাজে সহায়তা করেছেন সন্দীপ মিস্ত্রী ও আবির আহমেদ।

সারাবাংলা/এজেডএস

তানভীর মোকাম্মেল মধুমতি পারের মানুষটি শেখ মুজিবুর রহমান

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর