Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৩ হলে হাউজফুল শো নিয়ে ‘হাওয়া’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২২ ১৪:৫৩

শুক্রবার (২৯ জুলাই) দেশের ২৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’। দুপুর পর্যন্ত প্রাপ্ত খবরে জানা গেছে ছবিটির অধিকাংশ শো অগ্রিম বুকিং হয়ে গেছে। যার কারণে অধিকাংশ শোই হাউজফুল।

মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে ‘হাওয়া’-র চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ন সাহেদ ধীমান এবং জাহিন ফারুক আমিন। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সঙ্গীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

বিজ্ঞাপন

‘হাওয়া’ নির্মাণ করেছে ফেইসকার্ড প্রোডাকশন এবং প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

যে সকল সিনেমা হলে চলছে ‘হাওয়া’:

ঢাকার মধ্যে: মধুমিতা (মতিঝিল), শ্যামলী (শ্যামলী), স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি শপিং মল), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার, মিরপুর), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার, ধানমন্ডি), স্টার সিনেপ্লেক্স (এস কে এস টাওয়ার, মহাখালী), স্টার সিনেপ্লেক্স (বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, বিজয় স্মরণী), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ)।

ঢাকার বাইরে: গ্র্যান্ড সিলেট (এয়ারপোর্ট রোড, সিলেট), সেনা অডিটোরিয়াম (সাভার ক্যান্টমেন্ট), উল্কা সিনেমা (জয়দেবপুর, গাজীপুর), রুপকথা (পাবনা), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), ছায়াবানী (ময়মনসিংহ), শঙ্খ (খুলনা), লিবার্টি (খুলনা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), সুগন্ধা সিনেমা (চট্টগ্রাম), মম ইন্‌ (বগুড়া), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ)।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

চঞ্চল চৌধুরী নাজিফা তুষি শরিফুল রাজ হাউজফুল হাওয়া

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর