Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাজের ইউটিউব চ্যানেল বন্ধ


২৯ এপ্রিল ২০১৮ ১৮:৪৮

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

দেশের নামকরা ও প্রভাবশালী চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ঢালিউড আর টালিউডে তো বটেই, অন্তর্জালেও তাদের দাপট রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউব চ্যানেলে রয়েছে তাদের লাখ লাখ ফলোয়ার ও সাবস্ক্রাইবার।

তবে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল। সংশ্লিষ্টরা এই সমস্যাকে বলছেন ‘টেম্পোরারিলি সাসপেন্ড’ অর্থাৎ সাময়িকভাবে স্থগিত। কেন এমন হলো সে ব্যাপারে কোনো কথা বলেনি জাজ মাল্টিমিডিয়া কর্তৃপক্ষ। চাউর আছে নিয়ম না মানার কারণেই বন্ধ হয়ে গেছে জাজের ইউটিউব চ্যানেল। এর আগেও একবার বন্ধ হয়েছিল জাজের ইউটিউব চ্যানেল।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানিয়েছেন, ২-৩ দিনের মধ্যেই পুনরায় চালু হবে তাদের ইউটিউব চ্যানেল। তবে কেন দ্বিতীয়বার একই সমস্যা হলো, কিংবা নিয়ম না মানার অভিযোগের ব্যাপারে কোনো কথা বলেননি তিনি।

জাজের ইউটিউব চ্যানেলে প্রতিষ্ঠানটি গান, ট্রেইলার, ভিডিও ক্লিপসসহ অনেক ভিডিও কনটেন্ট ছিল।

সারাবাংলা/পিএ /পিএম

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর