এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
‘দি ওয়েস্ট ল্যান্ড’ কবিতায় এপ্রিলকে ‘নিষ্ঠুরতর’ মাস বলেছিলেন ইংরেজ কবি টিএস ইলিয়ট। অথচ এই এপ্রিল-ই জাজ মাল্টিমিডিয়াকে দিচ্ছে উল্টো ফল! ২০১২ সালের এ মাসেই তল্পিতল্পা নিয়ে সিনেমা ব্যবসায় নামেন আব্দুল আজিজ। বাংলা চলচ্চিত্রকে যে কয়টি ভাল সিনেমা উপহার দিয়েছেন তিনি তার সবকটিরই ঘোষণা এসেছিলো ক্যালেণ্ডারের চতুর্থ মাসটিতে।
এ মাসে তিনি সিনেমাপ্রেমীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন নুসরাত ফারিয়া, পূজা চেরি, জলি ও মাহিয়া মাহির মতো নায়িকাদের। আর চলতি বছরের এপ্রিলের শেষ দিনটিতে জাজের পক্ষ থেকে আজমেরী হক বাঁধনকেও দেয়া হলো নতুন পরিচয়। জাজ মাল্টিমিডিয়ার পরবর্তী সিনেমা ‘দহন’-এ অভিনয় করবেন বাঁধন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী জীবনের নানা উত্থান-পতন পেরিয়ে এবার ফিরছেন চিত্রনায়িকা পরিচয়ে। ‘দহন’ সিনেমায় একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন তিনি। তার সঙ্গে আরও অভিনয় করবেন ঢাকাই সিনেমার নতুন সেনশেসন সিয়াম আহমেদ ও পূজা চেরী।
‘দহন’ মূলত রাজনৈতিক নিরীক্ষাধর্মী সিনেমা। ক্ষমতা পরিবর্তনের খেলায় কোনও প্রাণ যেন অকালে ঝরে না পড়ে- এটিই হবে ছবিটির মূল বক্তব্য। ছবিতে সিয়াম অভিনয় করবেন একজন মাদকাসক্ত যুবকের চরিত্রে, পূজা চেরী সাজবেন গার্মেন্টস শ্রমিক। ধারণা করা হচ্ছে, দুজনের প্রণয় ও ট্র্যাজিক পরিনামের গল্পে এগুবে সিনেমা। আর গল্পটি সাংবাদিক বাঁধনের বর্ণনায় শুনবে দর্শক। ছবিটি পরিচালনা করবেন পরিচালক রায়হান রাফি।
বাঁধন অবশ্য এর আগেও চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০১০ সালে ‘নিঝুম অরণ্যে’ নামে একটি ছবি এসেছিল তার। তবে সেসময় বাঁধন সেভাবে সাড়া ফেলতে পারেননি। এরপর বিয়ে, বিচ্ছেদ ও সন্তানের অধিকার নিয়ে মামলায় জড়িয়ে পড়ে অভিনয় থেকে কিছুটা দূরে সরে গিয়েছিলেন এই লাক্স তারকা। এবার তিনি ফিরছেন একদম চায়ের কাপে ঝড় তুলে। এখন দেখার বিষয়, এই ঝড় কতোটা গতি পায়।
ছবি: অাশীষ সেনগুপ্ত
সারাবাংলা/টিএস/পিএম/পিএ