Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্য ওল্ড ম্যান এন্ড দ্য গার্ল


৪ মে ২০১৮ ১৫:৫৬ | আপডেট: ৪ মে ২০১৮ ১৬:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

নারীদের ওপর অন্যায়ের প্রতিবাদে সিনেমা নির্মাণ করছেন নির্মাতা আফজাল হোসেন মুন্না। শুধু তাই নয়, এই বিষয়ে চলচ্চিত্র নির্মাণ করতে তিনি উদ্বুদ্ধ করছেন সতীর্থ নির্মাতাদের। সেই সঙ্গে বদলে দেয়ার চলচ্চিত্র নির্মাণের চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তাদের। লক্ষ্য একটাই, ক্যামেরার ফ্রেমে তারা বলবে সমতা ও সুন্দরের গল্প। শোষনের বিপরীতে পৃথিবীতে প্রতিষ্ঠা পাবে সাম্য ও শান্তি। এর অংশ হিসেবেই তিনি বানাচ্ছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গার্ল’।

‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ উপন্যাসের সঙ্গে এই ছবির একটা মনোজাগতিক সংযোগ তৈরী করার চেষ্টা করেছেন মুন্না। তাই নামটিও নিয়েছেন আর্নেস্ট হেমিংওয়ের রাখা নামের সঙ্গে মিলিয়ে।

বিজ্ঞাপন

মুন্না বলেন, ‘ছবিটিতে আমরা তুলে ধরতে চেয়েছি, ভয় পেয়ে লুকিয়ে থাকা বা কারও সাহায্যের অপেক্ষায় থাকা কোনও সমাধান নয়। তাতে বরং ক্ষতিই হয়। এর চেয়ে আত্মরক্ষার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা বেশি জরুরি।’

‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গার্ল’ চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এই অভিনেত্রী প্রসঙ্গে পরিচালক বলেন, ‘তিশা অনেক আন্তরিক একজন মানুষ। শিল্পী হিসেবে তিনি যেমন ক্যামেরার সামনে অভিনয় করেছেন, আবার ব্যক্তি হিসেবে ক্যামেরার পেছনে তিনি আমাদের সাহায্যও করেছেন।’

ছবিটি প্রসঙ্গে মুন্না আরও বলেন, ‘এই ছবি যদি কোনও মানুষের চিন্তাভাবনায় সামান্য পরিবর্তনও আনতে পারে, আমাদের এই মুভমেন্টের জন্য একজন মানুষও যদি সচেতন হয় তাহলেই আমরা সার্থক।’

‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গার্ল’ ছবিটির দৃশ্যায়ন শেষ। এখন চলছে সম্পাদনা, শব্দ মিশ্রণসহ শেষের দিকের কাজ। ছবিতে তিশা ছাড়াও অভিনয় করেছেন নূর ইমরান, তামিম মৃধা, নুসরাত জাহান জেরি, বিশাল বশির, পাভেল জামান, আমিনুল ইসলাম আবুসহ অনেকে।

সারাবাংলা/টিএস/পিএ

বিজ্ঞাপন

‘চিঠি দিও’
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

আরো

সম্পর্কিত খবর