Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযোদ্ধাদের জন্য ‘ওরা ৭ জন’-এর বিশেষ প্রদর্শনী

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:২৭

খিজির হায়াত খান পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ৭ জন’ ছবিটি মুক্তি পাবে ৩ মার্চ। মুক্তির আগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এক বিশেষ শোয়ের আয়োজন করেছেন পরিচালক। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আয়োজন করা হয়েছে বিশেষ প্রদর্শনীটির।

নির্মাতা খিজির বলেন, বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই আয়োজন।

‘ওরা ৭ জন’ সিনেমায় ৭ মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, খিজির হায়াত খান, সাইফ খান, সজীব, ইমতিয়াজ বর্ষণ, নাফিস আহমেদ ও তূর্য। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।

বিজ্ঞাপন

এবারই প্রথম নয়, মুক্তিযুদ্ধের বীরদের নিয়ে বরাবরই কাজের আগ্রহ প্রকাশ করেছেন খিজির হায়াত। বহুল আলোচিত সিনেমা ‘জাগো’ নির্মাণের আগেও খিজির স্বাধীনতা যুদ্ধের মহান সৈনিক বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘অস্তিত্বে আমার দেশ’ নির্মাণ করেছিলেন।

সারাবাংলা/এজেডএস

বিজ্ঞাপন

দৌলতদিয়া নৌরুটে ঘাট সংকটে ভোগান্তি
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর