শিল্পকলার উন্মুক্ত মঞ্চে ছায়ানটের ‘দেশঘরের গান’
১৩ মার্চ ২০২৩ ১৬:১৩
ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ওয়াহিদুল হকের প্রয়াণের বছর তার জন্মবার্ষিকীতে আয়োজন করা হয় প্রথম লোকসংগীত উৎসবের। পরের বছর থেকে এই আয়োজনের নাম হয় ‘ওয়াহিদুল হক স্মারক দেশঘরের গান’। ওয়াহিদুল হক তার লেখা ও কর্মে বরাবরই দেশজ শিক্ষা আর সংগীতকে বেশি গুরুত্ব দিয়েছেন। বিশ্বাস করতেন, এই দুইয়ের যথাযথ পরিচয়, চর্চা ও সংরক্ষণে বাঙালি সংস্কৃতির কাঠামো মজবুত হয়ে উঠবে। তারই এক উপায় নিজের গানের শিকড়ের সঙ্গে পরিচয়। তারই একটি আয়োজন দেশঘরের গান।
প্রতি বছর এই নিয়মিত আয়োজন করে থাকে দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’। এবারও এই আয়োজনটি হবে ১৬ মার্চ (বৃহস্পতিবার), বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে। ছায়ানটের পক্ষ থেকে জানানো হয়, এবারের অনুষ্ঠানে পটগান, আদিবাসী নৃত্যগীত, ভাণ্ডারী গান ও আঞ্চলিক গান পরিবেশিত হবে। একইসাথে অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছে ছায়ানট।
সারাবাংলা/এএসজি