Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহির ইস্যুতে মন্তব্য করতে নারাজ সাইমন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৮ মার্চ ২০২৩ ১৮:২৯

মাহিয়া মাহির গাজীপুর মেট্রোপলিটন পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার, কারাগারে প্রেরণ ও জামিন- ইস্যুতে কোন মন্তব্য করতে রাজি হননি সাইমন।

তিনি বলেন, শিল্পী-সহকর্মী হিসেবে মাহি অসাধারণ। ব্যক্তি হিসেবে বলবো দারুণ। কিন্তু পুলিশি এ ইস্যুতে আমার কোন বক্তব্য নেই।

সাইমন-মাহি জুটি অর্ধ ডজনেরও বেশি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পোড়ামন, জান্নাত। সবশেষ তাদের অভিনীত ‘লাইভ’ ছবিটি আলোচিত হয়। ‘জান্নাত’ ছবিতে অভিনয়ের জন্য সাইমন ‘শ্রেষ্ঠ অভিনেতা’ হিসেবে সাইমন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। এরপর ক্রমশ সিনেমা থেকে দূরে সরে গেছেন তিনি। কিছুদিন আগে সক্রিয়ভাবে নেমেছেন রাজনীতির মাঠে। এমনকি এমপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে দৌড়ঝাঁপ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন পাননি।

সম্প্রতি তিনি ওমরা করতে স্বামীর সঙ্গে সৌদি আরব গিয়েছিলেন। সেখান থেকেই শুক্রবার (১৭ মার্চ) ভোরে ফেসবুক লাইভে এসে অভিযোগ তোলেন, গাজীপুরে অবস্থিত তাদের গাড়ির শো-রুমে হামলা-ভাঙচুর চালানো হয়েছে। ওই ঘটনায় স্থানীয় পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগও তোলেন তারা। এদিন রাতেই মাহি-রকিবের বিরুদ্ধে মামলা দায়ের করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সেই সূত্রে দেশে ফেরা মাত্রই মাহিকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/এজেডএস

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার ডিজিটাল নিরাপত্তা আইন মাহিয়া মাহি সাইমন

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর