Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাহিমের কণ্ঠে হিন্দি গান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২১ মার্চ ২০২৩ ১৭:৫৭

সংগীতশিল্পী ফাহিম ইসলাম এরইমধ্যে বেশ কিছু গানের মাধ্যমে সংগীতাঙ্গনে নিজের অবস্থান দৃঢ় করেছেন। নিজ ভাষা বাংলার পাশাপাশি হিন্দি এবং ইংরেজি গানেরও চর্চা করেন তিনি। ২০২১ সালে প্রকাশিত তার গাওয়া প্রথম হিন্দি গান ‘হে ডিজে’ এরইমধ্যে ৫০ লাখের বেশি ভিউয়ার পেয়েছে।

ফাহিম এবার প্রকাশ করেছেন আরেকটি হিন্দি গান। যার শিরোনাম ‘গালি গালি’। এটির কথা লিখেছেন দেবায়ন তরাফদার। সুর করেছেন কলকাতার অম্লান চক্রবর্তী। মিউজিক করেছেন বব।

বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিও ধারণ করেছেন সৈকত রেজা। এতে নায়কের ভূমিকায়ও হাজির হয়েছেন শ্রোতাপ্রিয় গায়ক ফাহিম ইসলাম। তার নায়িকার চরিত্রে আছেন মডেল আলিশা ইসলাম। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা।

সম্প্রতি ইউটিউবে ‘ডেডলাইন রেকর্ডস’ চ্যানেলে ‘গালি গালি’ গান-ভিডিওটি উন্মুক্ত করা হয়েছে।

গানটি প্রসঙ্গে ফাহিম বলেন, ‘একজন শিল্পী হিসেবে বাংলার পাশাপাশি হিন্দি এবং ইংরেজি গানও আমি পছন্দ করি। কারণ আমি মনে করি সংগীতের কোনো সীমানা নেই। সেই জায়গা থেকেই হিন্দি গানে কণ্ঠ দেওয়া। এই গানটি বলিডড মানের হয়েছে। যারা শুনেছেন সবাই ভালো বলেছেন। আমার বিশ্বাস সময়ের সঙ্গে সঙ্গে গানটি শ্রোতাদের মাঝে আরও বেশি ছড়িয়ে যাবে।’

ফাহিম আরও জানালেন, সামনে তিনি ইংরেজি গানও গাইবেন। পৃথিবীর আরও অনেক ভাষায়ও গাওয়ার ইচ্ছা আছে তার।

উল্লেখ্য, ২০০৮ সালে ‘ব্যস্ত’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন ফাহিম ইসলাম। এরপর ২০১০ সালে ‘কেনো বলো না’ এবং ২০১৩ সালে ‘বলছি তোমায়’ শিরোনামে আরও দুটি একক অ্যালবাম প্রকাশ করেন। এ ছাড়া প্রায় ১৫টি সিঙ্গেল গান প্রকাশ করেও শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছেন এই গায়ক। গেছেন বলিউডের জনিপ্রয় গায়িকা মোনালি ঠাকুরসহ অনেকের সঙ্গে।

সারাবাংলা/এজেডএস

ফাহিম ইসলাম হিন্দি গান


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর