Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবা হলেন অভিনেতা জিয়াউল হক পলাশ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩০ জুলাই ২০২৩ ১৬:৫৫

কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা জিয়াউল হক পলাশ। তার ভক্তরা তাকে ভালোবাসে ওই নাটকের ‘কাবিলা’ হিসেবে ডাকতে পছন্দ করে। তুমুল জনপ্রিয় এ অভিনেতা এবার বাবা হয়েছেন।

রোববার (৩০ জুলাই) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পলাশের স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ।

খবরটি নিশ্চিত করে জিয়াউল হক পলাশ বলেন— ‘আজ সকাল সাড়ে ৯টায় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমি ভীষণ আনন্দিত। সন্তান ও তার মা ভালো আছে। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন।’

গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বিয়ের ঘোষণা দেন জিয়াউল হক পলাশ। ওই সময়ে এই অভিনেতা জানান, আরো ৪ মাস আগে পারিবারিক আয়োজনে নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

২০১৩ সালে ছবিয়ালের সঙ্গে কাজ শুরু করেন জিয়াউল হক পলাশ। দীর্ঘদিন মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। এরপর ইশতিয়াক আহমেদ রোমেলের সহকারী হন।

২০১৭ সালে কাজল আরেফিনের সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। অভিনেতা হিসেবে পরিচিত পেলেও তিনি বেশ কয়েকটি নাটক পরিচালনা করেছেন। স্বপ্ন দেখেন চলচ্চিত্র নির্মাণের।

সারাবাংলা/এজেডএস

জিয়াউল হক পলাশ বাবা হলেন ব্যাচেলর পয়েন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর