Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮ টাকায় প্রিয়তমা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২২ আগস্ট ২০২৩ ১৫:২৮

ঈদুল আযহা উপলক্ষে গেল ২৯ জুন সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘প্রিয়তমা’। শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ছবিটি মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে দেখা যাবে। এর জন্য দর্শককে গুণতে হবে ১৮ টাকা।

দর্শকদের চাহিদা ও সারাদেশে সিনেমা হলে অপ্রতুলতার কারণে মুক্তির দুমাস না পেরোতেই ছবিটি ওটিটিতে ─ বলে জানালেন ছবির পরিচালক হিমেল আশরাফ। তিনি বলেন, ‘সিনেমা হলে তুমুল চাহিদা থাকার পরেও দ্রুত ওটিটিতে দেয়ার পেছনের অন্যতম কারণ আমরা চাই বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক মানুষ ‘প্রিয়তমা’ দেখুক। দেশের অনেক জেলা উপজেলায় সিনেমা হল নেই কিন্তু সেখানের মানুষের মাঝে আছে প্রিয়তমা দেখার তুমুল আগ্রহ। তাদের কথা বিবেচনা করেই প্রিয়তমা টিম এই সিদ্ধান্ত নেন।’

বিজ্ঞাপন

প্রয়াত ফারুক হোসেনের গল্পে ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব-ইধিকা ছাড়াও অভিনয় করেছেন কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, কাজী উজ্জ্বল, এলিনা শাম্মী, ডন, শহীদ উন নবীসহ আরো অনেকে।

সারাবাংলা/এজেডএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর