দক্ষিণই সেরা; আলিয়া-কৃতী ঝলকে বলিউডের সম্মান রক্ষা
২৪ আগস্ট ২০২৩ ২০:৩৬
বলিউড বনাম দক্ষিণের জমজমাট লড়াইয়ের মধ্যদিয়েই ঘোষণা হলো ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সবাইকে চমকে দিয়ে সেরা ছবির মুকুট উঠে গেল আর মাধবনের ‘রকেট্রি দ্য নাম্বি ইফেক্ট’ শিরে। অন্যদিকে কঙ্গনাকে টপকে সেরার তকমা গায়ে মাখলেন আলিয়া ভাট। তার সঙ্গে স্বীকৃতিতে ভাগ বসিয়েছেন কৃতী শ্যানন। তবে সেরা অভিনেতার পুরস্কার বাগিয়ে নিলেন আল্লু অর্জুন। দক্ষিণের ছবি ‘পুষ্পা’র জন্য এই সম্মাননা পেলেন তিনি।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) ঘোষণা করা হয় ভারতের এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বলিউড বনাম দক্ষিণের জমাটি লড়াইয়ে রাজামৌলির ‘আরআরআর’কে টপকে গেল ‘রকেট্রি দ্য নাম্বি ইফেক্ট’। এমনকি সেরা অভিনেতাও নির্বাচিত হলেন দক্ষিণ থেকেই। আলিয়া ভাট সেরা অভিনেত্রীর শিরোপা পেলেন ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবির জন্য। আর ও কৃতী শ্যানন সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন ‘মিমি’ ছবির জন্য।
ভারতীয় জুরি বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে মুক্তিপ্রাপ্ত বা সেন্সর সনদ পাওয়া ছবির মধ্যেই হয়েছে এই প্রতিযোগিতা। সব মিলিয়ে ২৮ ভাষার ২৮০টি চলচ্চিত্রের মধ্যে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। এবার সেরা বাংলা ছবির পুরস্কার উঠল ‘কালকক্ষ’-এর হাতে। সেরা হিন্দি ছবি নির্বাচিত হয়েছে সুজিত সরকারের ‘সর্দার উধম’।
এবার যারা ভারতের জাতীয় পুরস্কার পেলেন:
সেরা হিন্দি ছবি- সর্দার উধম
সেরা পরিচালক- নিখিল মহাজন (গোদাবরী)
সেরা অভিনেতা- আল্লু অর্জুন (পুষ্পা)
সেরা অভিনেত্রী- আলিয়া ভাট (গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি), কৃতী শ্যানন (মিমি)
সেরা সহ-অভিনেতা- পঙ্কজ ত্রিপাঠী (মিমি)
সেরা সহ-অভিনেত্রী- পল্লবী যোশী (দ্য কাশ্মীর ফাইলস)
সেরা চিত্রনাট্য- গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি
সেরা বাংলা ছবি- কালকক্ষ
সেরা ফিচার ছবি- রকেট্রি দ্য নাম্বি ইফেক্ট (আর মাধবন)
স্পেশ্যাল জুরি- শেরশাহ (বিষ্ণু বর্ধন)
সেরা সিনেম্যাটোগ্রাফার- অভীক মুখোপাধ্যায় (সর্দার উধম)
সেরা গায়িকা- শ্রেয়া ঘোষাল
সেরা গায়ক- কালা ভৈরব
সেরা সংগীত পরিচালক- এমএম কিরাবাণী (আরআরআর)
সেরা স্টান্ট কোরিওগ্রাফ- কিং সোলেমন (আরআরআর)
সারাবাংলা/এএসজি
আলিয়া ভাট আল্লু অর্জুন কৃতী শ্যানন দক্ষিণই সেরা; আলিয়া-কৃতী ঝলকে বলিউডের সম্মান রক্ষা ভারতের জাতীয় পুরস্কার