Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালমান ভক্তদের অন্যরকম রেকর্ড

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৬ আগস্ট ২০২৩ ১৪:১৩ | আপডেট: ২৬ আগস্ট ২০২৩ ১৪:১৫

সালমান খান বলিউডের শুধু সুপারস্টারই নন, একজন প্রভাবশালী প্রযোজক-পরিবেশক। তার ক্যারিয়ারের ৩৫ বছর পূর্ণ হয়েছে। ১৯৮৮ সালের ২২ আগস্ট ‘বিবি হো তো অ্যায়সি’ দিয়ে তার যাত্রা শুরু। আর এ দিনটিকে উদযাপনের জন্য টুইটারে এক অনন্য রেকর্ড সৃষ্টি করেছেন তার ফ্যানরা। দিবসটি উদযাপনের জন্য তারা তৈরি করে হ্যাশট্যাগ ‘35yearsOfSalmanKhanRegion’। এ হ্যাশট্যাগটি এখন পর্যন্ত প্রায় আড়াই লক্ষাধিকবার ব্যবহার করা হয়েছে। এটি ইতোমধ্যে টুইটারের হ্যাশট্যাগের ট্রেন্ডের প্রথম দিকে রয়েছে। খবর হিন্দুস্থান টাইমস।

বিজ্ঞাপন

শুধু হ্যাশট্যাগে রেকর্ড করেই থেমে নেই সালমানের ভক্তরা। তারা একের পর পোস্ট করে জানতে চাইছেন কবে আসছে ‘টাইগার থ্রি’। এমনিতে সালমানের সবশেষ ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবিটি সুপার ফ্লপ। সমালোচকদের কাছ থেকে পেয়েছেন দুয়োধ্বনি। বক্স অফিসে ১০০ কোটির সীমানা পার হতে কষ্ট হয়েছে।

টাইগার থ্রিতে সালমানের সঙ্গে আছেন ক্যাটরিনা কাইফ। এতে তাদের চরিত্রের নাম টাইগার জয়া। ছবিটি আগামী ১০ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত ছবিটি পোস্টার, টিজার কোনো কিছুই প্রকাশ করেনি প্রযোজনা সংস্থা। কিন্তু ভক্তদের তো আর সহ্য হচ্ছে না। তারা টুইটারে সালমানকে ম্যানশন করে লিখেই যাচ্ছে, এখন পর্যন্ত তো ছবিটির পোস্টার, টিজার কোন কিছুই ছাড়লেন না। অনেকদিন তো অপেক্ষা করালেন। এবার তো কিছুই ছাড়ুন। আর কত!

সারাবাংলা/এজেডএস

ভক্তদের রেকর্ড সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর