Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুভ শোনালেন ‘মুজিব’ হয়ে উঠার গল্প

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৬ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৮

আরিফিন শুভ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এতদিন নানাবিধ নিষেধাজ্ঞার কারণে ছবির ব্যাপারে খুব বেশি কথা বলেননি তিনি। এমনকি অন্য কলাকুশলীরাও মুখ খুলেননি। তবে ছবিটি গেল আগস্টে সেন্সর ছাড়পত্র পাওয়ার পর থেকে একটু একটু করে শিল্পীরা তাদের শুটিংয়ের ছবি, ভিডিও শেয়ার করা শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় আরিফিন শুভ একটি শেয়ার করেছেন। যেখানে শুটিংকালীন কিছু দৃশ্য ও ‘মুজিব’ হয়ে উঠার গল্প শুনিয়েছেন।

বিজ্ঞাপন

১ মিনিট ৩৪ মিনিটের ভিডিওতে আরিফিন শুভ শুরু করেন কলকাতায় গিয়ে ছবিটির জন্য অডিশন দেওয়ার গল্প দিয়ে। এতে জানা যায় পরিচালক শ্যাম বেনেগালকে শুভকে কলকাতায় অডিশনে দেখেন, তখন তাকে পরামর্শ দিয়েছিলেন কিছু ওজন বাড়াতে এবং জিম না করতে। কারণ শুভ ততদিনে বডি-বিল্ডিং করে আমূল বদলে গিয়েছিলেন।

শ্যাম বেনেগাল বলেন, ‘আমি চিন্তায় ছিলাম, শুভ এমনটা করতে রাজি হবে কিনা। কিন্তু কোনও প্রশ্ন না করেই সে রাজি হয়ে গেলো।’

ছবিটি নিয়ে আরিফিন শুভ বললেন, ‘এই ছবির গল্পটাও আমি জানতে চাইনি। কারণ নির্মাতা শ্যাম বেনেগাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই আমার জন্য যথেষ্ট কাজটি করার জন্য।’

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। বিশাল বাজেটের এ ছবিতে আরিফিন শুভ ছাড়াও আছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, তৌকীর আহমেদ, মিশা সওদাগর, জায়েদ খান প্রমুখ।

সম্প্রতি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন ছবিটি এ অক্টোবরে মুক্তি পাবে।

ভিডিওটি দেখুন এ লিংকে

সারাবাংলা/এজেডএস

আরিফিন শুভ মুজিব: একটি জাতির রূপকার

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর