বাধা ডিঙানোর গল্প নিয়ে ‘রুধিররঙ্গিণী’
১৫ মে ২০১৮ ১৩:৩১
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
মঙ্গলবার (১৫ মে) মঞ্চে আসছে রুধিররঙ্গিণী নাটক। শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। শনিবার (১৯ মে) পর্যন্ত একই সময়ে একই মঞ্চে নাটকটি দেখতে পাবেন দর্শকরা।
রুধি অর্থ রক্ত আর রঙ্গিণী শব্দটি স্ত্রীবাচক অর্থে বুঝায় রঙ্গকারীকে। পূর্ণ অর্থ দাড়ায় রক্ত নিয়ে যে রঙ্গ করে অর্থাৎ জীবন নিয়ে খেলে যে নারী। নাম থেকেই বোঝা যায় নাটকের গল্প নারীকেন্দ্রিক। নারীর মন, শরীর এবং এর সঙ্গে সামাজিক প্রতিবন্ধকতার ব্যাপারটিও উঠে আসবে নাটকে।
রুধিররঙ্গিণী নাটকে অভিনয় করেছেন রোকেয়া রফিক বেবী, আজাদ আবুল কালাম ও জ্যোতি সিনহা। নতুন রেপার্টরি নাট্যদল ‘হৃৎমঞ্চ’-এর প্রথম প্রযোজনায় একমঞ্চে দেখা যাবে তাদের।
৩৯ বছরের মঞ্চ জীবন রোকেয়া রফিক বেবীর। বেশ খানিকটা বিরতির পর মঞ্চে ফিরলেন তিনি। আর ফিরেই হয়ে উঠলেন সাহসের প্রতীক। নাটকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘আমি কিছুটা রক্ষণশীল, আবার সন্তানের জন্য ডিঙিয়ে যেতে পারি সব বাঁধা।’ চরিত্রের বৈশিষ্ট্য নিয়ে বললেন বেবী।
রুধিররঙ্গিণীকে বলা হচ্ছে সমকালীর নাট্য সাহিত্যে অবস্থান তৈরি করার মতো একটি নাট্য সাহিত্য। আর নাটকটি ভিন্ন আবেদন রাখবে নাট্যাঙ্গনে। কিন্তু কি তার কারণ?
জবাব দিলেন অভিনেতা, নির্দেশক আজাদ আবুল কালাম। ‘রুধিররঙ্গিনী নাটকে একটা মিথস্ক্রিয়া ঘটেছে। আমাদের অনেকের সম্মিলিত কাজ রয়েছে এখানে। তাছাড়া মা আর মেয়ের যে গল্প সেটাও নারীকে অন্ধকার থেকে বের করে আনতে সাহায্য করবে। এর ফল তো একদিনে পাওয়া যাবে না। আমাদের মনে হচ্ছে নাটকটি অবদান রাখার মতো।’
নাটকের মূল ভার অভিনেত্রী ও নাট্যকর্মী জ্যোতি সিনহার কাঁধে। নারীর মন ও বাসনার কথা আবেগ ও যুক্তি দিয়ে মঞ্চে ফুটিয়ে তুলবে তার চরিত্র। অভিনয় ও সংলাপে তিনিই জানাবেন এগিয়ে যাবার আহ্বান। কাজটা বেশি করে কথা কম বললেন তিনি। জানালেন, ‘আমরা তো নারীদেরকে আড়াল করে রাখতে পছন্দ করি। সেই প্রতিবন্ধকতা ডিঙিয়ে যেতে চাই আমরা। বাকিটা দর্শক বিবেচনা করবেন।’
নাটক প্রসঙ্গে নাট্যকার ও নির্দেশক শুভাশিষ সিনহা জবাব দিলেন এককথায়। ‘নারী জীবন দিয়েও তার ইচ্ছাটা পুরণ করতে পারে না। পায়না প্রিয়জনের ভালোবাসা। এই না পাওয়াগুলোই আনতে চেয়েছি নাটকে।’
রুধিররঙ্গিণী নাটকের মধ্য দিয়ে নিজের দল মনিপুরি থিয়েটারের বাইরে এসে নির্দেশনা দিলেন শুভাশিষ সিনহা। সমকালীন ঢংয়ে কেমন করলেন শুভাশিষ তা জানানোর আহ্বান তার এবং নতুন রেপার্টরি নাট্যদল ‘হৃদমঞ্চ’-এর।
১৫ থেকে ১৯ মে-এর মধ্যে ১৮ ও ১৯ মে বিকাল ৫টায় নাট্যকর্মী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
সারাবাংলা/পিএ/পিএম