এলো ফারুকীর ‘অটোবায়োগ্রাফি’র ট্রেলার
৬ অক্টোবর ২০২৩ ১৫:২৮
ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘মিনিস্ট্রি অফ লাভ’। সে প্রজেক্টের ১২টির ছবির একটি‘সামথিং লাইন এন অটোবায়োগ্রাফি’। মোস্তফা সরয়ার ফারুকী ছবিটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন। এর ট্রেলার প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার (৫ অক্টোবর)।
‘অটোবায়োগ্রাফি’র পৌনে দুই মিনিটের ট্রেলারে একজন নামকরা অভিনেত্রী তিথি এবং নির্মাতা ফারহানের চরিত্রে অভিনয় করেছেন তিশা-ফারুকী! ফারহান-তিথির দাম্পত্য জীবনের পাশাপাশি ট্রেলারে উঠে এসেছে বার বার ফারুকীর সিনেমা সেন্সর বোর্ডে আটকে দেয়ার বিষয়টিও!
প্রথমবার অভিনয় প্রসঙ্গে ফারুকী আগেই বলেছেন, ‘অটোবায়োগ্রাফি’ ছবিটা লেখার সময় থেকেই আমি এবং তিশা দুইজনই জানি এখানে আমাদের দুইজনকেই অভিনয় করতে হবে। প্রথম দিকে এটা নিয়ে আমার মধ্যে ইতস্তত ভাব ছিলো। কারণ অভিনয় একটা ভালনারেবল কাজ। আর এই গল্পে অভিনয় তো আরো ভালনারেবল ব্যাপার। রেদওয়ান রনি গল্প শোনার পর বললো, ‘বস, এই ক্যারেক্টার আপনাকেই করতে হবে।’ তারপরও আমার সংশয় না কাটলে তিশা আমাকে হেল্প করে সিদ্ধান্ত নিতে। ও বলে, ‘এই গল্প তুমি জীবনে একবারই করতে পারবে। করে ফেলো, প্লিজ!’ তার পর তো বাকীটা ইতিহাস…”।
এরমধ্যে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে বুসান চলচ্চিত্র উৎসবের চলতি আসরে। যেখানে মর্যাদাপূর্ণ ‘কিম জিসুক অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হয়েছে ‘অটোবায়োগ্রাফি’। প্রয়াত পরিচালক কিম জিসুকের স্মরণে এ পুরষ্কার চালু করা হয়েছিল। ফারুকীর আলোচিত এই সিনেমা ছাড়াও আরও ৯ জন দাপুটে নির্মাতার সিনেমা জায়গা করে নিয়েছে এতে।
সারাবাংলা/এজেডএস