Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেন্টু ও তার বিড়ালের বেঁচের থাকার গল্প

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৫ অক্টোবর ২০২৩ ১৫:১৮

করোনা মহামারি চলাকালীন নিম্নবিত্ত মানুষেরা বিধি-নিষেধের শৃঙ্খল থেকে কীভাবে উত্তরণ পায় তা কল্প-কাহিনির চেয়ে কোনো অংশে কম ছিল না। পুরো শহরে লকডাউন…ঘরে নেই খাবার! কী হবে উত্তমের?

এই বৃহস্পতিবার চরকি-তে আসছে রহস্য-রোমাঞ্চে ভরপুর নতুন চরকি অরিজিনাল সিরিজ ‘প্রচলিত’র দ্বিতীয় গল্প ‘বিলাই’। পরিচালনায় মো. আবিদ মল্লিক। সেখানেই জানা যাবে, উত্তম ও তার বিড়ালের বিধিনিষেধের সময় বেঁচে থাকার এবং মানবতাকে বাঁচিয়ে রাখার গল্প।

বিজ্ঞাপন

সিরিজটিতে মোট ৫টি পর্ব রয়েছে। প্রতি বৃহস্পতিবার মুক্তি পাবে একটি করে নতুন পর্ব। এরই মধ্যে মুক্তি পেয়েছে ২৫ মিনিটের ‘রিংটোন’। আগামীকাল অর্থাৎ ২৬ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘বিলাই ‘। বেওয়ারিশ (২৬ মিনিট), কলিংবেল (২৯ মিনিট) ও হাতবদল (১৮ মিনিট) দর্শক চরকিতে দেখবে আগামী ২, ৯ ও ১৬ নভেম্বর। সমাজে প্রচলিত বা প্রবাদ বাক্য অর্থাৎ যেসব কথা লোকমুখে প্রচারিত, সেগুলো নিয়ে এগিয়েছে সিরিজটির কাহিনি।

সিরিজটি অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার, ইয়াশ রোহান, সাদিয়া আয়মান, বায়োজিদ হক জোয়ার্দার, রফিউল কাদের রুবেল, মাহমুদ আলম, তনয় বিশ্বাস, রাফায়েতুল্লাহ সোহান, শাহানা রহমান সুমি, খালিদ হাসান রুমি, আশরাফুল আশীষ, অশোক বেপারীসহ আরও অনেকে।

উত্তম চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ আল সেন্টু। সঙ্গে ২৩ মিনিটের এই ‘বিলাই’-তে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে ফারিন খানকে। তাদের সহশিল্পী হিসেবে অভিনয় করেছে একটি বিড়াল।

এই সিরিজে সেন্টু তার কাজের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘গল্পের নাম বিলাই শুনেই ভালো লেগেছিল। ছোটবেলায় শোনা নানা ভৌতিক ও অলৌকিক গল্পের মতো একটা গল্প এটা। জীবনের ক্রাইসিসের মুহুর্ত একটা ভিন্ন ওয়েতে তুলে ধরা হয়েছে এই গল্পে।’

বিজ্ঞাপন

সহশিল্পী হিসেবে বিড়ালের সাথে কাজ করা কেমন চ্যালেঞ্জের ছিল তা জানিয়ে সেন্টু বলেন, ‘অন্যান্য প্রাণীর চেয়ে বিড়ালের সাথে বন্ধুত্ব করাটা একটু কঠিন ও সময় সাপেক্ষ। বিড়ালের সঙ্গে কাজ করতে গিয়ে কামড় ও খাঁমচি খেয়েছি। তবে শেষ পর্যন্ত কাজটা খুব ভালোভাবে ও আনন্দ নিয়ে শেষ করতে পেরেছি।’

সিরিজটি নিয়ে নির্মাতা আবিদ মল্লিক বলেন, ‘কাজের প্রয়োজনেই দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়। প্রচলিত র গল্পগুলোর ভাবনা এইভাবেই হাঁটতে, চলতে, কখনো মানুষের মুখে, কখনো পড়ে, কিছু শৈশব থেকে ভাবনায় গেঁথে গেছে। সেই ভাবনাগুলোকেই সমসাময়িকায়তার চাদরে জড়িয়ে চেষ্টা করেছি এই সময়কে প্রতিফলিত করার।’

অভিনয়শিল্পীদের সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল জানিয়ে পরিচালক বলেন, ‘সবাই খুব আন্তরিক ছিলেন। সব অভিনয়শিল্পী এবং কলাকুশলী তাদের গণ্ডির বাইরে গিয়ে নিরবিচ্ছিন্নভাবে আমাদের সর্বোচ্চটা দিয়েছেন।’

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চরকি সব সময় ভিন্ন ধরনের ও ভিন্ন রকমের কনটেন্ট দর্শককে উপহার দিয়েছে। পেট কাটা ষ এর পর আবারও মিস্ট্রি বা সুপারন্যাচারাল ঘরানা নতুন ৫টি গল্প নিয়ে সিরিজ প্রচলিত চরকিতে মুক্তি দেয়া হচ্ছে। সিরিজটি দেখে দর্শক পছন্দ করবে আমার বিশ্বাস।’

চলতি বছরের জুলাই-আগস্টে সিরিজটির শুটিং হয়েছে ঢাকা, মানিকগঞ্জ ও সাভারের বিভিন্ন লোকেশনে। সিরিজটির সিনেমাটোগ্রাফি করেছেন রাজু রাজ। মিউজিক ও ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন খৈয়াম সানু সন্ধি। সম্পাদনার কাজটি করেছেন সবুজ শেখ। কালার গ্রেডিং-এ ছিলেন আশরাফুল আলম ও সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ।

সারাবাংলা/এজেডএস

চরকি বিলাই সেন্টু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর