Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিউলিপকে ফের দুদকে তলব

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ২১:৩০ | আপডেট: ১৬ জুন ২০২৫ ০৯:৪৬

ঢাকা: অবৈধ উপায়ে ফ্ল্যাট দখলের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য আবারও তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

রোববার (১৫ জুন) দুদকের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুনের সই করা চিঠি টিউলিপের ঢাকার পাঁচটি ঠিকানায় পাঠানো হয়েছে। এতে তাকে ২২ জুন সংস্থাটির প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়।

দুদকের চিঠিতে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্ন হাউজিং থেকে সুবিধা নিয়ে রেজিস্ট্রিমূলে দুটি ফ্ল্যাট দখল করেন টিউলিপ। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বক্তব্য শোনা একান্ত প্রয়োজন।

বিজ্ঞাপন

এসব অভিযোগের বিষয়ে ২২ জুন দুদক প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়। নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে এ বিষয়ে কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এর আগে, ৮ মে টিউলিপকে আরও একবার তলব করেছিল দুদক। গত ১৪ মে তার হাজির হওয়ার তারিখ নির্ধারিত ছিল। তবে তিনি হাজির হননি।

গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি বিরোধপূর্ণ জমিতে গড়ে ওঠা একটি বহুতল ভবন থেকে নিজ নামে একটি ফ্ল্যাট বিনামূল্যে রেজিস্ট্রির মাধ্যমে দখলে নিয়েছিলেন টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যরা। অর্থ পরিশোধ না করে ইস্টার্ন হাউজিংয়ের কাছ থেকে ফ্ল্যাট নেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে অবৈধ সুবিধা দিয়েছেন বলে জানায় দুদক।

সারাবাংলা/আরএম/এসআর

টিউলিপ তলব দুদক ফ্ল্যাট দখল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর