Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন্মদিনের শুভেচ্ছা জানালেন রাজ, নিরুত্তর মীম

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১১ নভেম্বর ২০২৩ ১৫:০০

গেল বছরের অন্যতম ব্যবসাসফল ছবি ‘পরাণ’। এতে জুটিবদ্ধ হয়েছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মীম। তারই মাস দু-তিনেক পরে মুক্তি একই জুটির ‘দামাল’। ছবিটির প্রচারণায় গিয়ে রাজ মীম হাত ধরে দাঁড়িয়েছিলেন। আর তা সহ্য হয়নি রাজের তৎকালীন স্ত্রী চিত্রনায়িকা পরীমণির। খোঁচা মেরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বসলেন।

পরীমণি তখন লিখেছিলেন, ‘মিম, নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’ এতে করে মীম-রাজের সম্ভাবনাময় যে জুটি ‘পরাণ’-এর পর দর্শক ও পরিচালকরা ভেবেছিলেন তা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। পরিচালক আবু রায়হান জুয়েলের ‘পথে হলো দেখা’ নামে একটি ছবিতে এ জুটিকে নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু পরীমণির এ স্ট্যাটাসের পর মীম ছবিটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

বিজ্ঞাপন

এ ঘটনার পর নদীর জল অনেক দূর গড়িয়েছে। মীম ও রাজের মধ্যকার বন্ধুত্বেও ফাটল ধরেছিল। তবে ১০ নভেম্বর বন্ধু মীমের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুলেননি রাজ। শুভেচ্ছা জানিয়েছেন তাদের জুটি ‘পরাণ’-এর একটি স্থিরচিত্র দিয়ে। লিখেছেন, ‘তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং সামনের বছরটি সুন্দর হোক। দিনটি দুর্দান্ত কাটুক বিদ্যা সিনহা মিম। শুভ জন্মদিন।’

পোস্টটিতে মীমকে ট্যাগ করেছেন শরিফুল রাজ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মীম সে ট্যাগ গ্রহণ করেননি, এমনকি শুভেচ্ছার কোনো উত্তর দেননি। হয়ত অতীতের কষ্ট এখনও ভুলেননি তিনি।

সারাবাংলা/এজেডএস

পরাণ মীম রাজ

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর