Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলো ‘ডানকি’ ছবিতে শাহরুখের সবচেয়ে প্রিয় গান

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১ ডিসেম্বর ২০২৩ ১৭:১১

আসছে বড়দিনে মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত ‘ডানকি’। ছবিটির দ্বিতীয় গান নিকলে থে কাভি হাম ঘার সে’ প্রকাশিত হয়েছে। যে গানটি শেয়ার করে শাহরুখ লিখেছেন এটি ছবিটিতে তার সবচেয়ে প্রিয় গান। এতে মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং স্বদেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষাকে ঘিরে।

গানটি চলচ্চিত্রের সারমর্মকে ধারণ করে যা ‘ডানকি’-এর গল্পের চারপাশে আবর্তিত হয়। ‘ডানকি ফ্লাইট’ একটি রুট যার মাধ্যমে অবৈধ অভিবাসীরা ভারত ছেড়ে অন্য দেশে চলে যায়, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা।

বিজ্ঞাপন

দীর্ঘ চার বছরের বিরতি ভেঙে চলতি বছরের শুরুতে প্রেক্ষাগৃহে ফিরেন শাহরুখ খান। বলিউড বাদশার রাজকীয় প্রত্যাবর্তন মুগ্ধ করেছে ভক্তদের। ‘পাঠান’র পর ‘জওয়ান’, দুটি সিনেমাই হাজার কোটির বক্স অফিসে নাম লিখিয়েছে। সেই ধারাবাহিকতায় ২২ ডিসেম্বর মুক্তি পাবে শাহরুখের আরেক সিনেমা ‘ডানকি’। সিনেমাটি নির্মাণ করেছেন রাজ কুমার হিরানি। যিনি এর আগে বলিউডকে উপহার দিয়েছে ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘মুন্নাভাই’ ‘এমবিবিএস’র মতো সিনেমা। এবার আসছে তার ‘ডানকি’।

এর আগে টিজার প্রকাশের পর ‘ডানকি’ এর প্রথম গান ‘লুট পুট গায়া’ প্রকাশ হয়। এবার এলো দ্বিতীয় গান। গানটি শেয়ার করে শাহরুখ খান লিখেছেন, আবেগঘন গানটি এই সিনেমায় তার সবচেয়ে প্রিয় ট্র্যাক। ‘নিকলে থে কাভি হাম ঘার সে’ শিরোনামের গানটি নিজের শহর ছেড়ে অন্য দেশে স্থায়ী হওয়ার কথা বলে।

সারাবাংলা/এজেডএস

ডানকি দ্বিতীয় গান শাহরুখ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর