শিল্পী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ফেব্রুয়ারি
৩ ডিসেম্বর ২০২৩ ১৭:৩৬
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর। ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তারের ২০২২-২৪ মেয়াদের কমিটির মেয়াদ শেষ পর্যায়ে। এর মধ্যে জানা গেল, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনি তফসিল ঘোষণা করা হবে।
রোববার (৩ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক আলাপকালে এ তথ্য জানান বর্তমান সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। তিনি বলেন, যেহেতু বর্তমানে জাতীয় নির্বাচনের কার্যক্রম চলছে সবদিকে। তাই অন্য কিছু নিয়ে এগোনে সম্ভব নয়। জাতীয় নির্বাচনের পরই আমরা শিল্পী সমিতির তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি জানান, এবারও প্যানেল দিচ্ছেন। আগের বারের মত এবারও চমক থাকবে তার প্যানেলে।
২০২২ সালের ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন। নির্বাচন কমিশন সাধারণ সম্পাদক ঘোষণা করেন জায়েদ খানকে। কিন্তু আপিল করেন নিপুণ। আপিল বোর্ড নিপুণকে বিজয়ী ঘোষণা করেন। সে ঘোষণার বিপক্ষে উচ্চ আদালতে যান জায়েদ খান। অনেক নাটকীয়তা শেষে সে মামলার এখনও সুরাহা হয়নি। এর আগেই আরেকটি নির্বাচন চলে আসলো।
সারাবাংলা/এজেডএস