Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ মুক্তি পেলো ‘ডানকি’

এন্টারটেইনমেন্টঁ করেসপনডেন্ট
২১ ডিসেম্বর ২০২৩ ২২:৪১

সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পেলো ভারতীয় ছবি ‘ডানকি’। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সেন্সর বোর্ড সদস্যরা ছবি দেখা শুরু করেন, এরপর রাত ৮টা নাগাদ শো শেষ হয়। এরপর পরই ছবিটি বিনা কর্তনের ছাড়পত্র বুঝিয়ে দেওয়া। রাত ৯টার দিকে রাজধানীর লায়ন সিনেপ্লেক্স ও চট্টগ্রামের সিল্ভার স্ক্রিনে প্রথম শো চালানো হয়েছে। শুক্রবার থেকে দেশের ৪৬টি সিনেমা হলে ছবিটি চলবে।

শাহরুখ খান অভিনীত দেশে আমদানি করেছে অনন্য মামুনের প্রতিষ্ঠান অ্যাকশান কাট এন্টারটেইনমেন্ট। তিনি জানান, বিকেলের মধ্যে সেন্সর হয়ে গেলে সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ও ব্লকবাস্টার সিনেমাসেও প্রথম দিনে শো চলার কথা ছিল। কিন্তু দেরিতে সেন্সর হওয়ায় সেখানে শো চালানো সম্ভব হয়নি। কারণ সিনেমা হল দুটি যে মার্কেটগুলোতে অবস্থিত সেখানকার মার্কেট কর্তৃপক্ষ বেশি রাত পর্যন্ত হল খোলা রাখার অনুমতি দিতো না। তবে শুক্রবার থেকে সেগুলো রেকর্ডসংখ্যক শো চলবে।

বিজ্ঞাপন

‘ডানকি’ নির্মাণ করেছেন বলিউডের নন্দিত নির্মাতা রাজকুমার হিরানি। ছবিতে শাহরুখের সঙ্গে আছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, বিক্রম কোচ্চার, অনিল গ্রোভার প্রমুখ। প্রচারণা ব্যয়সহ ছবিটির বাজেট মোটে ১২০ কোটি রুপি। যা শাহরুখের গত অর্ধ যুগের সবচেয়ে কম বাজেট। তাই সহজেই ছবিটি লগ্নি তুলে সুপারহিট হয়ে যাবে বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা।

ছবিটি ভারতসহ বিশ্বের অন্যান্য দেশেও বৃহস্পতিবার মুক্তি পেয়েছে।

সারাবাংলা/এজেডএস