শরণার্থী শিবিরে প্রিয়াঙ্কার দ্বিতীয় দিন
২২ মে ২০১৮ ১৮:২০
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মঙ্গলবার (২২ মে) সকালে এই অভিনেত্রী প্রথমে টেকনাফের সাবরাং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এরপর লেদা মেকসিফট সেটেলমেন্ট ক্যাম্পে যান।
দুপুরে উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন প্রিয়াঙ্কা। এ সময় তিনি রোহিঙ্গা নারী ও শিশুদর সঙ্গে কথা বলেন। বেশ কয়েকজন শিশুর খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে আনন্দ করার চেষ্টা করেন।
https://www.facebook.com/priyankachopra/videos/10160562809405691/
এর আগে বলিউড ও হলিউডে সমান জনপ্রিয় এই অভিনেত্রী গতকাল সোমবার কক্সবাজারে পৌঁছান। ইনানীর হোটেল রয়েল টিউলিপ হয়ে সেদিন বিকালেই তিনি টেকনাফের বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এর শুভেচ্ছা দূত হিসেবে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন প্রিয়াঙ্কা।
কক্সবাজারের পুলিশ সুপার আফরাজুল হক টুটুল জানান, আগামীকাল বুধবার সকালে প্রথমে উখিয়ার জামতলী ও পরে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন প্রিয়াঙ্কা। বৃহস্পতিবার সকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার পর কক্সবাজার ত্যাগ করবেন এই অভিনেত্রী।
সারাবাংলা/টিএস/পিএ