র্যাম্প মডেল ও অভিনেত্রী ভাবনার জন্মদিন আজ। এ দিনে জানালেন তিনি সিনেমায় অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন।
তিনি বলেন, একটি সিনেমায় অভিনয়ের কথা চলছে। মোটামুটি সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। কিছুদিনের মধ্যে সব জানাতে পারবো। ছবির গল্পে প্রেম-ভালোবাসার পাশাপাশি মানবিক সম্পর্কের টানাপোড়ন রয়েছে। একইসঙ্গে থাকবে মানবিক বিভিন্ন ত্রুটি ও খুন-ষড়যন্ত্রের রহস্য।
মডেল ভাবনার ছোটপর্দার যাত্রা শুরু হয়েছিল ইমরাউল রাফাত পরিচালিত ‘অপেক্ষা’ নাটকের মধ্য দিয়ে। এরপর একই পরিচালকের বেশকিছু নাটকে অভিনয় করেছেন।
২০১৫ সালে অনন্ত জলিলের আপকামিং চলচ্চিত্রের ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় সেরা হিরো হিরোইন নির্বাচন হন। ভাবনা আপাতত নাটক থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। তিনি নিয়মিত সময় দিচ্ছেন র্যাম্পে। ব্যস্ত সময় পার করছেন ফটোশুট ও বিজ্ঞাপনে।