Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাত গুণীজন পাচ্ছেন শিল্পকলা পদক


২৭ মে ২০১৮ ১৫:৫২

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

দেশের শিল্প ও সংস্কৃতিতে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য সাত গুণীকে দেয়া হবে ‘শিল্পকলা পদক ২০১৭’। সোমবার (২৮ মে) দুপুর ২টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে পদক প্রদান অনুষ্ঠান।

‘শিল্পকলা পদক ২০১৭’ পাচ্ছেন সঙ্গীতে মিহির লালা, যন্ত্রসংগীতে মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, নাট্যকলায় এস এম মহসীন, লোক সংস্কৃতিতে কাঙ্গালীনি সুফিয়া, চারুকলায় চন্দ্র শেখর দে, ফটোগ্রাফিতে নাসির আলী মামুন এবং নৃত্যকলায় শর্মিলা বন্দোপাধ্যায়।

পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণীশিল্পীদের হাতে পদক তুলে দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নাসির উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আলোচনা ও পদক প্রদান শেষে শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অ্যাক্রোবেটিক শো অনুষ্ঠিত হবে।

১৬ সদস্যের কমিটি প্রতি বছর পদকের জন্য ১০টি বিভাগে ৭ জন গুণীজন নির্বাচন করেন। আগামী বছর থেকে সংগঠক, সংগঠন ও লোক সাহিত্য গবেষক এই তিনটি বিভাগে যুক্ত হবে বলে জানিয়েছেন লিয়াকত আলী লাকী। আগামী বছর থেকে মোট ১৩টি বিভাগে ১০ জন গুণীব্যক্তি এই পদক পাবেন।

পদকপ্রাপ্তরা প্রত্যেকে একটি স্বর্ণপদক, ১ লাখ টাকা ও সনদ পাবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ২০১৩ সাল থেকে ‘শিল্পকলা পদক’ প্রদান করা হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ/পিএম

বিজ্ঞাপন

শীতে মধু ঘটবে যাদু
২৭ নভেম্বর ২০২৪ ১৭:৩২

আরো

সম্পর্কিত খবর