Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রবীন্দ্রজয়ন্তীতে মাছরাঙায় ‘সমাপ্তি’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৭ মে ২০২৪ ১৫:৩২ | আপডেট: ৭ মে ২০২৪ ১৫:৪০

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে নির্মিত হলো বিশেষ নাটক ‘সমাপ্তি’। রবীন্দ্রনাথের জনপ্রিয় ছোটগল্প ‘সমাপ্তি’ অবলম্বনে নাটকটি নির্মাণ করেছেন শ্রাবণী ফেরদৌস।

‘তাহাদেরই নূতন প্রতিবেশিনীর মেয়ে মৃন্ময়ী। দূরে বড়ো নদীর ধারে ইহাদের বাড়ি ছিল, সেখানে নদীর ভাঙনে দেশত্যাগ করিয়া বছর দুই-তিন হইল এই গ্রামে আসিয়া বাস করিতেছে। এই মেয়েটির অখ্যাতির কথা অনেক শুনিতে পাওয়া যায়। পুরুষ গ্রামবাসীরা স্নেহভরে ইহাকে পাগলী বলে, কিন্তু গ্রামের গৃহিণীরা ইহার উচ্ছৃঙ্খল স্বভাবে সর্বদা ভীত চিন্তিত শঙ্কান্বিত। গ্রামের যত ছেলেদের সহিতই ইহার খেলা; সমবয়সী মেয়েদের প্রতি অবজ্ঞার সীমা নাই। বাপের আদরের মেয়ে কিনা, সেইজন্য ইহার এতটা দুর্দান্ত প্রতাপ।’ গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃন্ময়ীকে এভাবেই তুলে ধরেছেন রবি ঠাকুর। নাটকে এই চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। আর তার স্বামী অপূর্ব’র চরিত্রে অভিনয় করেছেন সজল।

‘সমাপ্তি’ প্রচারিত হবে ৮ মে (বুধবার) রাত সাড়ে ১০টায় মাছরাঙা টেলিভিশনে।

সারাবাংলা/এএসজি

মাছরাঙা টেলিভিশন রবীন্দ্রজয়ন্তীতে মাছরাঙায় ‘সমাপ্তি’