বেলজিয়ামে অপরাজিতা সংগীতার আলোকচিত্র প্রদর্শনী
৯ মে ২০২৪ ১৯:৪৬ | আপডেট: ৯ মে ২০২৪ ২০:১২
বেলজিয়ামের গেন্ট শহরে দু’সপ্তাহব্যাপী চলচ্চিত্র নির্মাতা অপরাজিতা সংগীতার আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। সেখানে তার তোলা ৩০টি ছবি স্থান পেয়েছে। তার ছবিগুলোর প্রদর্শনীর শিরোনাম ‘হিজড়াস ইন বাংলাদেশ’।
অপরাজিতা সংগীতা সারাবাংলাকে জানান, ছবিগুলো ২০২২ এ তোলা। এর বিষয়বস্তু দেশের হিজড়া জনগোষ্ঠী।
৮ মে থেকে শুরু হয়ে এই প্রদর্শনীটি শুরু হয়েছে। ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা প্রদর্শনীটি চলবে। ‘ইন্টারন্যাশনাল ডে অ্যাগেইন্সট হোলেবিফোবিয়া এন্ড ট্রান্সফোবিয়া (IDAHOT)’ উপলক্ষ্যে এই একক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এর আয়োজক আমাল গেন্ট এবং মানবতা কালেক্টিভ ভিজেডডাব্লু নামে বেলজিয়ামের দুটি সংগঠন।
উল্লেখ্য, সমাজের মানুষের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে হিজড়া জনগোষ্ঠীর প্রতি গ্রহণযোগ্য দৃষ্টিভঙ্গি তৈরি করার মাধ্যমে তাদেরকে সমাজের মূলধারায় নিয়ে আসার লক্ষ্যে দীর্ঘদিন যাবত কাজ করছেন অপরাজিতা সংগীতা। ইতোপূর্বে তিনি ট্রান্সজেন্ডারদের নিয়ে ‘কাগজের ফুল’ নামে একটা প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।
সারাবাংলা/এজেডএস