Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুফানে মিমির লুক প্রকাশ্যে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১১ মে ২০২৪ ১৭:০০

শাকিব খানের বিপরীতে ‘তুফান’-এ আছেন কলকাতার মিমি চক্রবর্তী। ছবিটিতে শাকিবের লুক পরিচালক প্রকাশ করেছেন পোস্টার, টিজে। কিন্তু কোথাও মিমি চক্রবর্তীর লুক প্রকাশ্যে আনছিলেন না পরিচালক রায়হান রাফি। অবশেষে একটি পোস্টারের মাধ্যমে তার লুক প্রকাশ্যে এলো।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবির পোস্টারটি প্রকাশ হয়েছে শনিবার (১১ মে) সকাল ১০টায়। এতে মিমিকে দেখা গিয়েছে শাকিব খানের সঙ্গে। রোমান্টিক পোস্টার অথচ দুজনের মুখে রয়েছে বিষন্নতা। শাকিবের গায়ের রঙ কিছুটা তামাটে।

ছবির টিজ শুরুতে শেয়ার করেননি মিমি। দুদিন পরে করেছিলেন। তবে পোস্টারটি সঙ্গে সঙ্গে শেয়ার করেছেন।

বিজ্ঞাপন

বর্তমানে ছবিটির শুটিং চলছে ভারতের কলকাতায়। কোরবানির ঈদকে টার্গেট করে পরিচালক পুরোদমে কাজ এগিয়ে নিচ্ছেন।

আলফা আই, চরকি এবং এসভিএফের প্রযোজনায় ‘তুফান’-এ শাকিব-মিমি ছাড়াও আছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত প্রমুখ।

সারাবাংলা/এজেডএস

বিজ্ঞাপন

দৌলতদিয়া নৌরুটে ঘাট সংকটে ভোগান্তি
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর