Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিপুণের ওপর চটেছেন ডিপজল

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৬ মে ২০২৪ ২১:৪৫

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ডিপজলের কাছে হেরেছেন নিপুণ। ১৬ ভোটের হারের ফলাফল ঘোষণার পর নিপুণ ডিপজলকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছিলেন। কিন্তু নির্বাচনের এক মাস পর তা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন। আর তাতে তার ওপর চটেছেন ডিপজল।

অনেকটা হুমকির সুরে তিনি নিপুণকে উদ্দেশ্য করে বলেছেন, ‘কেস খেলবা, আসো! যেটা খেলার মন চায় সেটাই খেলো। আমরা চাই ভদ্রতা ও নম্রতা। আমরা চাই চলচ্চিত্রকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেদিকে কাজ করার। আমরা ঝামেলা চাই না।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে নিপুণ সমর্থিত শতাধিক শিল্পীরা মিশা-ডিপজলকে এফডিসিতে সংবর্ধনা দিয়েছেন। এসময় ডিপজল এ বক্তব্য দেন।

সভাপতি মিশা সওদাগর দাবী করেন, নিপুণের বিরুদ্ধেও অভিযোগ ও সাক্ষী আছে তার কাছে। তার ভাষ্য, ‘নির্বাচন শেষ হয়েছে প্রায় ১ মাস। আপিল বিভাগও ছিল। কিন্তু কোনো অভিযোগ আসেনি। নির্বাচন যে সুষ্ঠু হয়েছে তা তো নিপুণ নিজ মুখেই স্বীকার করেছেন— এটা উপস্থিত সবাই শুনেছেন। তিনি হাসিমুখে ফল মেনে নিয়ে আমাদের সঙ্গে অনেক আনন্দ-ফুর্তিও করেছেন। এতদিন পর এসে এসব কথা বলার মানে কী? আসলে তিনি কী চান?’

এদিকে সংবর্ধনা দেওয়া শিল্পীদের উদ্দেশ্যে ডিপজল বলেন, ‘আমরা কাউকে আলাদা করতে চাইনি। আমি আগেও বলেছি, এখনো বলছি— যারা একদিনের জন্য সদস্য হয়েছেন। কিন্তু বাদ পড়েছেন তারা সদস্যপদ ফিরে পাবেন। যেহেতু নির্বাচিত হয়েছি, এখন তাদের সদস্যপদ ফিরিয়ে দেব। বিগত দিনে যারা ভুল করেছেন, তাদের আমরা ক্ষমার দৃষ্টিতে দেখছি, আপনারাও দেখবেন। পেছনে ফিরে তাকানোর সময় নেই। কীভাবে চলচ্চিত্রের উন্নয়ন করা যায়, সেভাবে কাজ করতে হবে।’

বিজ্ঞাপন

গত ১৯ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে জয়ী হয়েছে মিশা-ডিপজল প্যানেল। সভাপতি পদে মিশা ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি হারিয়েছেন নিপুণ প্যানেলের সভাপতি প্রার্থী মাহমুদ কলিকে, যিনি ১৭০ ভোট পেয়েছিলেন।

অন্যদিকে মাত্র ১৬ ভোটের ব্যবধানে সেক্রেটারি পদে মনোয়ার হোসেন ডিপজলের কাছে হেরে যান নিপুণ আক্তার। ডিপজল ২২৫ ভোট পেয়েছিলেন এবং নিপুণ পেয়েছিলেন ২০৯ ভোট।

সারাবাংলা/এজেডএস

ডিপজল নিপুণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর