Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসিফ আলতাফের ‘টাকা’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৯ মে ২০২৪ ১৭:২৬

জীবনমুখী গানের তরুণ শিল্পী আসিফ আলতাফ এবার গাইলেন ‘টাকা’ শিরোনামের একটি গান। সুরে সুরে ব্যাঙ্গত্বক ভঙ্গিমায় তুলে ধরলেন টাকার প্রয়োজনীয়তা ও বাস্তবতা। সম্প্রতি গানটি মুক্তি পেয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘আসিফ আলতাফ অফিসিয়াল’-এ।

গানটি কথা লেখার পাশাপাশি সুর করেছেন আলতাফ নিজে। কম্পোজ করেছেন শামছুজ্জামান জামান ও আদিব কবির।

‘টাকা’ নিয়ে আসিফ আলতাফ বলেন, “বর্তমান সমাজে টাকাই সব। কাছের মানুষ দূরে যাচ্ছে, দূরের মানুষ কাছে আসার ভান করছে কেবল এই টাকার জন্য। কত সম্পর্ক ভেঙে যাচ্ছে টাকার কারণে। সবকিছু টাকামুখী হয়ে গেছে। সেই বিষয়টাই ব্যাঙ্গ করে গানটা লেখা।”

গানটি দর্শকের ভালো লাগবে শিল্পীর প্রত্যাশা। ক্যারিয়ারের প্রথমদিকে ‘জুতো’ এবং ‘যন্ত্র’ গান দিয়ে নিজের স্বকীয়তা প্রকাশ করেন।

এরপর শ্রোতাদের একের পর এক উপহার দেন, ন্যান্সির সঙ্গে ‘সুবহি সাদিক’, নচিকেতা চক্রবর্তীর সঙ্গে ‘কাঁটাতার’ এবং লগ্নজিতা চক্রবর্তীর সঙ্গে ‘দূরত্ব’ ও ‘প্রেমে পড়ি’। গানগুলো বাংলাদেশের পাশাপাশি ভারতের বাংলা ভাষাভাষী শ্রোতারা পছন্দ করেছেন।

উল্লেখিত গানগুলো ছাড়াও আসিফ আলতাফের ‘আমার পাড়ায়’, ‘ঠিক হাজার বছর পর’, ‘এক কাপ চা’, সুফি ঘরানার গান ‘ফিকির’সহ বেশকিছু গান ভিন্নধর্মী শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।

সারাবাংলা/এজেডএস

আসিফ আলতাফ টাকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর