Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয় ওয়েব সিরিজে আরিফিন শুভ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩০ জুন ২০২৪ ১৯:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও ভারতীয় ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছে আরিফিন শুভ। সৌমিক সেনের পরিচালনায় এতে শুভর বিপরীতে আছেন সৌরসেনী মৈত্র। নাম ঠিক না হওয়া সিরিজটি নির্মিত হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে।

তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে এখনই সিরিজটি নিয়ে বিস্তারিত কথা বলতে রাজি নন নির্মাতা সৌমিক। আরিফিন শুভও মন্তব্য করতে চাননি। তবে এতে অভিনয়ের খবরটি অস্বীকার করেননি শুভ। জানালেন, সময় হলে সব জানাবেন। সিরিজটির প্রযোজনার দায়িত্বে থাকছেন অর্পিতা চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে, শিগগিরই শুরু হবে শুটিং।

এর আগে ভারতের দুটি ওয়েব কনটেন্টের কাজ শেষ করেছেন আরিফিন শুভ। শিগগিরই অরিন্দম শীলের ওয়েব সিনেমা ‘১৯ এপ্রিল’ ও রাহুল মুখার্জির সিরিজ ‘লহু’তে দেখা যাবে তাকে। ১৯ এপ্রিলের কাহিনী সত্তর দশকের একটি সত্য ঘটনা অবলম্বনে। গল্পে দেখা যাবে, শহরের এক অভিজাত পরিবার। যারা শিক্ষাব্যবস্থার সঙ্গে জড়িত। সেই পরিবারের গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়। শুভ ছাড়াও এতে অভিনয় করেছেন অঙ্কিতা চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, ইন্দ্রাশিস রায় প্রমুখ।

বিজ্ঞাপন

অন্যদিকে পাহাড়ি অঞ্চলের গল্পে নির্মিত হয়েছে লহু। শুভর বিপরীতে আছেন সোহিনী সরকার। আরও আছেন রাজনন্দিনী পাল, সৌম্য মুখোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী, অনুজয় চট্টোপাধ্যায় প্রমুখ।

এ ছাড়া দেশে মুক্তির অপেক্ষায় শুভ অভিনীত দুটি সিনেমাÑ নীলচক্র ও নূর। এর মধ্যে ‘নূর’ নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। রায়হান রাফী পরিচালিত সিনেমাটির কাজ শেষ হয়েছে অনেক আগেই। কিন্তু নানা বাধায় ছবিটি এত দিন মুক্তি পায়নি। তবে দ্রুতই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এ ছবিতে আরিফিন শুভর বিপরীতে রয়েছেন ঐশী।

সারাবাংলা/এজেডএস

আরিফিন শুভ ওয়েব সিরিজ ভারতীয় সৌমিক সেন সৌরসেনী মৈত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর