Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঠে বসে আর্জেন্টিনার জয় উপভোগ করলেন জায়েদ খান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১০ জুলাই ২০২৪ ২১:০২

ফুটবল দল আর্জেন্টিনার ভক্ত চিত্রনায়ক জায়েদ খান। সে দলের জয় মাঠে বসে উপভোগ করলেন তিনি। কোপা আমেরিকার সেমিফাইনালে তার দল কানাডাকে ২-০ গোলে হারিয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কানাডার বিপক্ষে মাঠে নামে মেসির দল। গ্যালারিতে হাজির ছিলেন জায়েদ। সেখান থেকে তিনি জানান, ফুটবল খেলা যখন থেকে বুঝতে শিখেছেন, তখন থেকেই আর্জেন্টিনার বড় ফ্যান তিনি। ম্যারাডোনার ভক্ত তিনি। আর্জেন্টিনার খেলা অসম্ভব ভালো লাগে তার।

বিজ্ঞাপন

জায়েদ বলেন, আর্জেন্টিনা আমার জন্য এক আবেগের নাম। যতই ব্যস্ততা থাকুক না কেন আর্জেন্টিনার খেলা মিস করি না। তবে এবার মাঠে বসে আর্জেন্টিনার জয় উপভোগ করলাম। এটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। গ্যালারিতে বসে মেসির খেলা দেখতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।

ফেসবুকে পোস্ট করা ছবিতে আর্জেন্টিনার জার্সি গায়ে বাংলাদেশের পতাকা হাতে মাঠে বসে প্রিয় দলকে সমর্থন দিতে দেখা গেছে জায়েদকে। এ জয়ের মাধ্যমে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার ফাইনালে খেলছে।

সারাবাংলা/এজেডএস

আর্জেন্টিনা কোপা আমেরিকা জায়েদ খান সেমিফাইনাল

বিজ্ঞাপন

রান আউট হয়ে তর্কে জড়ালেন তামিম
১৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৯

আরো

সম্পর্কিত খবর