সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই: শাকিব খান
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৭ জুলাই ২০২৪ ১৬:৪২
১৭ জুলাই ২০২৪ ১৬:৪২
চলমান কোটাবিরোধী আন্দোলন ইস্যুতে অবশেষে মুখ খুললেন চিত্রনায়ক শাকিব খান। তিনি পুরো ঘটনায় মর্মাহত হয়েছেন। এক ফেসবুক পোস্টে চলমান সংকটের যৌক্তিক সমাধানের আহ্বান জানান এ জনপ্রিয় নায়ক।
শাকিব খান তার পোস্টে লিখেছেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারো মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইলো, এখনি আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’
কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারাদেশ। এক দফা এক দাবিতে রাজপথে শিক্ষার্থীরা। চলমান এই ইস্যুতে বেশ সরব দেশের শোবিজ অঙ্গন। আন্দোলনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন করেছেন চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীসহ ইউটিউবার ইনফ্লুয়েন্সারাসহ সংগীত শিল্পীরাও।
সারাবাংলা/এজেডএস