Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোরিয়ায় যাচ্ছে ‘দ্য লাস্ট ওয়ার্ড’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩১ জুলাই ২০২৪ ১৯:১১

সাদেক সাব্বির নির্মাণ করেছেন ‘দ্য লাস্ট ওয়ার্ড’। স্বল্পদৈর্ঘ্যটি কোরিয়ার ‘ইয়োশু আন্তর্জাতিক ওয়েবফেস্ট’-এর ‘আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য’ বিভাগে দেখানো হবে। এটি উৎসবের অন্যতম প্রতিযোগিতা বিভাগ।

আগামী ২ সেপ্টেম্বর কোরিয়ার ইয়োশু শহরের ‘জিএস ক্যালটেক্স হেউলমারু’-তে ছবিটি দেখানো হবে। পরিচালক সাব্বির বলেন, খবরটি আমাদের টিমের সকলের জন্য আনন্দের। এ সফলতায় আমি সকলের কাছে কৃতজ্ঞ যারা আমার পাশে ছিলেন।

বিজ্ঞাপন

‘দ্য লাস্ট ওয়ার্ড’ পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য করেছেন সাদেক সাব্বির। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, সাবরিন আজাদ রাজু খান, মনিরুজ্জামান লিপন, আয়মান শিমলা প্রমুখ। এটি প্রযোজনা করেছেন সগীর মোস্তফা।

পরিচালক জানালেন, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘অমলকান্তি’ ও নচিকেতার ‘অনির্বাণ’ গান থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি নির্মাণ করেছেন। তবে এর মূল প্রতিপাদ্য ‘অনির্বাণ’ গানের দুই বন্ধু।

ছবিটি কিছুদিন আগে কলকাতার ‘মিসেনরেজ আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার’-এ ‘সেরা চলচ্চিত্র (ড্রামা)’ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে। এছাড়া ইসলামাবাদে সিনেফিলা ফ্লেয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। দেশে ‘গ্লোবাল ইয়ুথ চলচ্চিত্র উৎসব’-এ ‘হীরালাল সেন’ ক্যাটাগরিতে ‘সেরা বাংলাদেশি ছবি’ হিসেবে মনোনয়ন পেয়েছিল।

সাদেক সাব্বির নাটক পরিচালনার পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়ে বড় পর্দার প্রস্তুতি নিচ্ছেন। গেল ১২ জুন ‘সাইড বাই সাইড’ স্বল্পদৈর্ঘ্যটির জন্য জাতিসংঘের পুরস্কার জিতেন।

সারাবাংলা/এজেডএস

দ্য লাস্ট ওয়ার্ড সাদেক সাব্বির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর