Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিভিউ কমিটিতে ‘তুই শুধু আমার’


৩ জুন ২০১৮ ১৮:৩৬

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

যৌথ প্রযোজনার সিনেমা ‘তুই শুধু আমার’ জমা পড়েছে প্রিভিউ কমিটিতে। এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সারাবাংলাকে তিনি বলেন, ‘ছবিটি প্রিভিউ কমিটিতে জমা পড়েছে। তবে ছবিটি কবে দেখা হবে তা এখনো চূড়ান্ত না।’

দেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং ভারতের এসকে মুভিজ যৌথভাবে প্রযোজনা করেছে ছবিটি। দেশের অনন্য মামুন ও কলকাতার জয়দ্বীপ মূখার্জী এই সিনেমার পরিচালক। অভিনয় করেছেন দেশের মাহিয়া মাহি, কলকাতার সোহম এবং ওম।

ওম ও মাহিয়া মাহি

সবার এখন একটাই প্রশ্ন, প্রিভিউ কমিটির ছাড়পত্র পেলে ছবিটি কি ঈদে মুক্তি পাবে? এ ব্যাপারে জানতে চাইলে ভারত থকে পরিচালক অনন্য মামুন বলেন, ‘একটি যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণের পর স্বাভাবিক নিয়মে তুই শুধু আমার প্রিভিউ কমিটিতে জমা দেয়া হয়েছে। ছবিটি কবে মুক্তি পাবে, তা প্রযোজকরা নির্ধারণ করবেন।’

সিনেমার কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী মাহিয়া মাহি। তার অভিনীত সিনেমার মুক্তির ব্যাপারে তার কাছে জানতে চাইলে মাহি বলেন, ‘শুনেছিলাম ছবিটি ঈদে মুক্তি পাবে। কিন্তু এই ঈদেই মুক্তি পাবে কি না তা জানিনা। সম্প্রতি কেউ কিছু জানায়নি।’

৩১ মে অনলাইনে প্রকাশ পায় ‘তুই শুধু আমার’ সিনেমার ২৫ সেকেন্ডের একটি টিজার।

সারাবাংলা/আরএসও/পিএ

তুই শুধু আমার প্রিভিউ কমিটি