Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূজায় ‘বিসর্জনে অর্জন’

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
৭ অক্টোবর ২০২৪ ১৭:৩৮

দুর্গাপূজা উপলক্ষে নির্মিত হলো বিশেষ নাটক ‘বিসর্জনে অর্জন’। মাছরাঙা টেলিভিশনের জন্য নাটকটি নির্মান করেছেন নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী। আর এতে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী, তানিয়া বৃষ্টি, ইমতু রাতিশ, আবুল হায়াত, মিলি বাসারসহ আরও অনেকে।

এই বিশেষ নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। তাকে ঘিরেই নাটকের গল্প আবর্তিত হয়েছে। এ সম্পর্কে তিনি বলেন, ‘নাটকে আমার চরিত্রের নাম নিতু, যে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে। সনাতন ধর্মাবলম্বী হওয়ার কারণে অফিসের কোন কোন কলিগ তার সঙ্গে একটু অন্যরকম আচরণ করে যেটা তার মেনে নিতে কষ্ট হয়। পূজা উপলক্ষে সে যাতে ছুটি নিতে পারে সেজন্য কৌশলে তাকে কাজে আটকে দেয়। সে তার মায়ের হাতের বানানো নাড়ু নিয়ে আসলে কেউ কেউ পূজার নাড়ু বলে খেতে চায় না। কিন্তু তার বস খুব উদার মনের মানুষ। তিনি এসব বোঝেন এবং সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করেন। শান্ত নামে একজন কলিগ আছে, যে নিতুকে পছন্দ করে কিন্তু কখনো বলে না। নিতুও তাকে পছন্দ করে। এদিকে, তার মায়ের পছন্দের পাত্র রিজওয়ান পূজা উপলক্ষে বিদেশ থেকে আসছে। এবার নিতুর সাথে তার বিয়ে চূড়ান্ত করতে চান মা। নতুন সংকটের মুখোমুখি হয় নিতু। এভাবেই এগিয়ে যায় গল্প।’

বিজ্ঞাপন

‘বিসর্জনে অর্জন’ নাটক প্রচারিত হবে ১১ অক্টোবর (শুক্রবার) রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।

সারাবাংলা/এএসজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর