Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ নভেম্বর আসছে শাকিবের ‘দরদ’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৮ অক্টোবর ২০২৪ ১৮:২২

বছরের শুরু থেকে বেশ কয়েকবার শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান ‘দরদ’ মুক্তির তারিখ পিছিয়েছে। শুটিং, ডাবিং, পোস্ট প্রোডাকশন, রাজনৈতিক অস্থিরতাসহ নানাবিধ জটিলতায় মুক্তি পাচ্ছিলো না ছবিটি। দুদিন আগে ছবিটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়েছে। সেখানে ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র প্রদানের সিদ্ধান্ত দিয়েছে বোর্ড। এ অবস্থায় ছবিটি মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করেছেন এর পরিচালক অনন্য মামুন।

‘দরদ’-এর ১ মিনিট ১৭ সেকেন্ডের এক টিজার প্রকাশের মাধ্যমে জানানো হয়েছে, ছবিটি আগামী ১৫ নভেম্বর মুক্তি পাবে। টিজারে শাকিবকে দেখা গেছে রোমান্টিক, অ্যাকশন ও পাগলাটে অবতারে। তার সঙ্গে ছবিতে রয়েছেন সৌনাল চৌহান ও পায়েল সরকার।

বিজ্ঞাপন

১৫ নভেম্বর শুধু বাংলাদেশে নয় ছবিটি ভারত, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে একযোগে মুক্তি পাবে।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের কিবরিয়া ফিল্মস, অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও ভারতের এসকে মুভিজ।

সারাবাংলা/এজেডএস

দরদ শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর