শারদীয় দুর্গোৎসবে নানা আয়োজনে দুরন্ত টিভি
৯ অক্টোবর ২০২৪ ১৫:১৮
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশের প্রথম শিশু-কিশোরদের অনুষ্ঠানভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দুরন্ত টিভি। এতে থাকছে বিশেষ নাটক, রান্না, আড্ডা, গানের অনুষ্ঠান ও বিশেষ নৃত্যানুষ্ঠান _
‘হৈ হৈ হল্লা’ – উৎসবের খুশিতে জমবে নাটক হাসিতে
ডাক্তার সফদার চৌধুরী এবং তার বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের শিশুদের মধ্যে দুর্গাপূজাকে ঘিরে চলে উৎসবের আয়োজন। উৎসবকে ঘিরে সফদার চৌধুরী ও শিশুরা একটি টিভি নাটক আয়োজনের পরিকল্পনা করে। সেই নাটক করতে গিয়ে ঘটতে থাকে নানান মজার ঘটনা।
দুর্গাপূজার বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’ এর পরিচালক পার্থ প্রতিম হালদার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী কাজী আফরা ইভিলিনা, ইশরাক তূর্র্য, সমাদৃতা প্রহর, আয়াজ মাহমুদ, রাঈদা ঋ জুনি, কাওসার বিন মামুন এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন – আবুল হায়াত, শাহানাজ খুশী এবং আরো অনেকে। নাটকটি দেখা যাবে ১২ (নবমী) ও ১৩ (দশমী) অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটে ও রাত ৮টা ৩০ মিনিটে।
‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’
শারদীয় দুর্গাপূজায় বিশেষ বিশেষ রান্না নিয়ে থাকবে রান্না বিষয়ক অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’। অনুষ্ঠানটিতে একজন শিশু তার মা অথবা বাবাকে সাথে নিয়ে আসে। তারা আনন্দ করে, পূজার গল্প আড্ডায় মেতে পূজার স্পেশাল খাবার রান্না করে। এসব খাবারের মধ্যে আছে লাবড়া, পায়েস, মাছের পাতুরি, খিচুড়িসহ নানা কিছু।
অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছে অষ্টমীতে গৃহী সাহা ও তার মা, নবমীতে শ্রীনিধি সরকার রাধিকা ও তার বাবা এবং দশমীতে পূর্ণা আনন্দিতা ও তার মা।
রন্ধনশিল্পী আফিফা আখতার লিটা’র সঞ্চালনায় ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’ পরিচালনা করেছেন আমিনা নওশিন রাইসা। দুরন্ত টিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে ১১ (অষ্টমী), ১২ (নবমী) ও ১৩ (দশমী) অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে ও রাত ৯টায়
‘শারদীয় আড্ডা’
দুর্গাপূজার বিশেষ অনুষ্ঠান ‘শারদীয় আড্ডা’। শিশুদের সাথে তাদের দিদার গল্প কথায় উঠে আসে একাল সেকালের পূজার নানান মজার গল্প ও পৌরাণিক কাহিনী। এতে শিশুশিল্পী হিসেবে আছে পূর্ণা আনন্দিতা, উক্তি অধিকারী ও স্বর্গ, এবং তাদের দিদা চরিত্রে দেখা যাবে শর্মিলা বন্দ্যোপাধ্যায়কে। অনুষ্ঠানটি দুরন্ত টিভিতে দেখা যাবে ১২ অক্টোবর (নবমী) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
‘রঙের খেলায় সুরের ভেলায় পূজার মেলায়’
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বিশেষ আয়োজনের মধ্যে থাকছে জনপ্রিয় অনুষ্ঠান ‘রঙের খেলায় সুরের ভেলায়’- এর বিশেষ পর্ব ‘রঙের খেলায় সুরের ভেলায় পূজার মেলায়’। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ এই পর্বে শিশুদের সাথে গান গাইবেন দেবলীনা সুর, চম্পা বণিক এবং আবিদা সুলতানা। ঢাক-ঢোল ও ধুপের সাথে পূজার গান গেয়ে আনন্দে মেতে উঠবে সবাই।
‘রঙের খেলায় সুরের ভেলায় পূজার মেলায়’ পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির। পূজার এই বিশেষ পর্বটি প্রচারিত হবে ১১ অক্টোবর (অষ্টমী) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
‘মঙ্গলালোকে’
শারদীয় দুর্গাপূজার বিশেষ আয়োজনে প্রচারিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘মঙ্গলালোকে’। পূজা উপলক্ষ্যে নাচের এই বিশেষ অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করবে নৃত্য সংগঠন ‘কল্পতরু’র নৃত্যশিল্পী- রুদমিলা প্রিয়ন্তি চৌধুরী, নোহলী ইসলাস শ্রেয়া, সুমাইয়া আক্তার শোভা, আমিরা মাহমুদ, আনুদিয়া আনুভ, আবেয়া আকন্দ, মধুরিমা রয়সহ আরো অনেকে।
নাচের এই বিশেষ অনুষ্ঠানটি প্রচারিত হবে ১৩ অক্টোবর (দশমী) দুপুর ২টায়।
‘শুভ বিজয়া’
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিজয়া দশমীতে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘শুভ বিজয়া’। আড্ডার ছলে পূজার নানান গল্প কথা নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটিতে উপস্থাপনা করেছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। সেই সাথে অংশ নিয়েছে শিশুশিল্পী বর্ণমালা, কথা এবং সমৃদ্ধ।
পার্থ প্রতিম হালদারের পরিচালনায় ‘শুভ বিজয়া’ অনুষ্ঠানটি প্রচারিত হবে ১৩ অক্টোবর (দশমী) সকাল ১০টায়।
সারাবাংলা/এএসজি
দুরন্ত টিভি শারদীয় দুর্গোৎসব শারদীয় দুর্গোৎসবে নানা আয়োজনে দুরন্ত টিভি