বাংলা নাটকে এ প্রজন্মের জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও সাদিয়া আয়মান। বেশ কিছু নাটকে জুটি বেঁধে তারা দর্শকের মন জয় করেছেন। আবারও তারা হাজির হলেন নতুন নাটক নিয়ে।
‘লিডার আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রখ্যাত নির্মাতা তপু খান পরিচালিত এ নাটকের নাম ‘মমতা’। এখানে মানবিকতা, সামাজিক দায়বদ্ধতাকে উপজীব্য করে ভালোবাসার এক গল্প তুলে এনেছেন নির্মাতা।
লিমন আহমেদের রচনায় নাটকটিতে জোভান ও সাদিয়া আয়মান ছাড়াও অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, জিয়াউল হাসান কিসলু, মুনীরা আক্তার মিঠু, মুকিত জাকারিয়া, বাপ্পি আশরাফ, জিল্লুর রহমান, তারিক স্বপনসহ অনেকেই। ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচার হওয়া নাটকটির প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না।
‘মমতা’ নাটক নিয়ে পরিচালক তপু খান বলেন, ‘আমাদের চেষ্টা ছিল গতানুগতিক ভাবনার বাইরে গিয়ে একটি রোমান্টিক নাটক নির্মাণের৷ আশা করি সেই চেষ্টায় আমর সফল হয়েছি। এ নাটকে মানুষের প্রতি মানুষের মমতার বার্তা দেয়া হয়েছে। পাশাপাশি আছে পরিবার, সমাজ ও ভালোবাসার মানুষের প্রতি দায়িত্বশীলতার গল্প। পৃথিবীতে ভালোবাসাই যে সবচেয়ে বড় শক্তি তা দারুণভাবে অনুভব করাবে এ নাটক। একইসাথে আমরা দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও কিছু বার্তা দেয়ার চেষ্টা করেছি।’
মঙ্গলবার (৮ অক্টোবর) প্রকাশের পর দর্শকের বেশ সাড়া পেয়েছে ‘মমতা’। এজন্য দর্শকদের কৃতজ্ঞতা জানিয়ে এর অভিনেতা জোভান বলেন, ‘কিছু গল্প ও চরিত্র থাকে যেগুলোতে কাজ করে একটা তৃপ্তি পাওয়া যায়। মমতা নাটকটি আমাকে সেই তৃপ্তি দিয়েছে। জগতে একজন মানুষ কেবল নিজের জন্য বাঁচে না, তার অনেক দায়িত্ব থাকে চারপাশের মানুষের প্রতি, সমাজ ও দেশের প্রতি। সেই বিষয়টাই সুন্দরভাবে ফুটে উঠেছে আমার চরিত্রে। আমি তপু খান ভাইকে ধন্যবাদ দিচ্ছি এমন চরিত্রে আমাকে নেয়ার জন্য৷ আসলে এ নাটকের প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ এবং সেগুলো দারুণভাবে ফুটে উঠেছে। যারা নাটকটি দেখেছেন সবাই ভালো বলছেন, এটাই আনন্দের।’
সাদিয়া আয়মান বলেন, ‘তপু খান ভাই এই নাটকটি বেশ বড় আয়োজন করে নির্মাণ করেছেন। এফডিসিতে সেট তৈরি করে কাজ করা হয়েছে। অনেক উষ্ণ তাপমাত্রার মধ্যে কাজ করতে হয়েছে। কিন্তু সবাই নাটকের গল্প ও চরিত্রগুলোর প্রতি এতো মুগ্ধ ছিলাম যে ক্লান্তিহীন কাজ করেছি। একটা নাটকের শুটিংয়ের সময়ই এর মানটা টের পাওয়া যায়। আমরা সবাই বুঝতে পেরেছিলাম ‘মমতা’ ভালো কিছু হবে। নাটকটি প্রচারের পর দর্শকের রেসপন্স এবং প্রশংসা দেখে সেটা প্রমাণিত হলো আবারও। ভালো নাটকগুলো ভালোবাসা পেলে নাট্যকার ও নির্মাতারা উৎসাহিত হবেন। যারা বলেন যে ভালো গল্পের নাটক চাই, তাদের জন্য ‘মমতা’ এক্সক্লুসিভ গিফট। এ নাটকটি সবার মন ছুঁয়ে যাক, এই প্রত্যাশা করছি।’