Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘উরি’তে গোয়েন্দা ইয়ামি গৌতম


৭ জুন ২০১৮ ১৭:১৮ | আপডেট: ৭ জুন ২০১৮ ১৭:৩৯

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

২০১৬ সালের উরি হামলার ঘটনা নিয়ে বলিউডে একটি ছবি তৈরি হয়েছে। ‘উরি’ শিরোনামের এ ছবিটি পরিচালনা করেছেন আদিত্য ধর। এতে গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন তামিল, তেলুগু ও হিন্দি ভাষার জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতম।

আছেন হালের জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশলও। ‘উরি’ জিম্মি সংকটের ছবি। ছবির অনেকটা জুড়ে আছেন ইয়ামি। নিজের চরিত্রকে বাস্তবসম্মত করে তুলতে শরীরকে কিছুটা বলিষ্ট করে তুলেছেন ‘কাবিল’ খ্যাত এ অভিনেত্রী। ছোট করে কাটিয়েছেন নিজের চুলও।

ইয়ামি গৌতম বলেন, ‘এটি আমার স্বপ্নের ছবি। এর আগে এমন গল্পের ছবিতে আমি অভিনয় করিনি। এখানে নিজেকে ভালভাবে ফুটিয়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করছি। উরির জন্য আমি আর ভিকি এক মাস প্যারামিলিটারি ট্রেনিংও নিয়েছি।’

‘উরি’ ছাড়াও ইয়ামিকে ‘বাত্তি গুল মিটার চালু’ ছবিতে দেখা যাবে। সেখানে তিনি একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন। ছবিটিতে আরও রয়েছেন শহীদ কাপুর।

সরাবাংলা/টিএস/পিএ/পিএম

ইয়ামি গৌতম উরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর