Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালমান খানের আফসোস

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২০ অক্টোবর ২০২৪ ১৬:৪৩

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সালমান খান। গুলি করে হত্যা করা হয়েছে অভিনেতার ঘনিষ্ঠ বাবা সিদ্দিকিকে। সন্দেহ, সালমানকে হুঁশিয়ারি দিতেই বিষ্ণোই গ্যাং খুন করেছে তাকে। তবুও ঘরে বসে নেই অভিনেতা। বিগ বস ১৮-র উইকেন্ড কা ওয়ার শুট করেছেন। সেখানেই অতীতের স্মৃতিচারণ করে আফসোস করলেন সালমান।

নতুন টিজার প্রোমোতে দেখা গেছে সালমান কথা বলছেন অবিনাশ মিশ্র এবং চুম দারাংয়ের মধ্যে সাম্প্রতিক ঝামেলা নিয়ে। রজত দালাল দাবি করেছেন যে অবিনাশের চারপাশে নারীরা ‘নিরাপদ’ বোধ করছেন না।

বিজ্ঞাপন

এই অভিযোগ নিয়ে কথা বলতে গিয়ে অতীতের স্মৃতিচারণ করলেন সালমান। অভিযোগের প্রসঙ্গ টেনে সালমান বলেন, ‘বিগ বস-এ বাড়ির লোকেরা বলছে যে নারীরা অবিনাশের আশেপাশে নিরাপদ নয়। যদি অবিনাশের বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ তোলা হয়, তাহলে তার পরিবারের কী অবস্থা হচ্ছে?

সালমান আরও যোগ করেন, ‘আমি এই বিষয়টা ভালোভাবে জানি। আমি জানি আমার বাবা-মা কিসের মধ্যে দিয়ে গিয়েছে, আমার বিরুদ্ধেও অনেক অপবাদ দেয়া হয়েছে।’।

সারাবাংলা/এজেডএস

আফসোস সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর