মুক্তির আগেই আয় ১ হাজার কোটি!
২৩ অক্টোবর ২০২৪ ১৬:৩২
ভারতের দক্ষিণী ছবি ‘পুষ্পা’-র ব্যাপক সাফল্যের পর থেকেই আলোচনার কেন্দ্রে ছিল এই ছবির সিক্যুয়েল। আগামী ডিসেম্বর মাসে দেশ জুড়ে মুক্তি পাবে অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’। তবে চমকে দেওয়ার মতো তথ্য হচ্ছে, ৫০০ কোটি রুপী ব্যয়ে তৈরী এই ছবিটি নাকি মুক্তির আগেই আয় করে ফেলেছে ভারতীয় মুদ্রায় ১ হাজার কোটি টাকা। ছবি মুক্তির আগেই ছবির বিভিন্ন স্বত্ব বিক্রি করে বিনিয়োগ করা টাকার প্রায় দ্বিগুণ টাকা ইতিমধ্যেই ঘরে তুলে নিয়েছেন নির্মাতারা। সুতরাং এই কথা বলাই যায় যে মুক্তির আগেই ব্লকবাস্টার ‘পুষ্পা ২’।
ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে, সিনেমা হলে বিভিন্ন ভাষায় ‘পুষ্পা ২’ দেখানো হবে। এর মধ্যে তেলুগু ভাষায় ছবিটি বিক্রি করা হয়েছে ২২০ কোটি টাকায়। হিন্দি ভাষায় ২০০ কোটি টাকায় বিক্রি করা হয়েছে। এদিকে আবার তালিম ভাষার জন্য নির্মাতারা পেয়েছেন ৫০ কোটি টাকা। এখানেই শেষ নয়, এই ছবি বিক্রি করা হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রেই। অর্থাৎ ইংরেজি ভার্সন বিক্রি করা হয়েছে ১৪০ কোটি রুপীতে।
এছাড়াও এই ছবির ওটিটি, স্যাটেলাইট এবং মিউজিক বিক্রি করা হয়েছে মোট ৪২৫ কোটি টাকায়। কোন ওটিটিতে ছবিটি আসবে, তা এখনই জানা যায়নি। তবে সেই নির্দিষ্ট ওটিটি প্ল্যাটফর্ম এই ছবিটি ২৭৫ কোটি টাকায় কিনেছে। ছবির মিউজিক বিক্রি করা হয়েছে ৬৫ কোটি টাকায়। এছাড়াও ৮৫ কোটি টাকায় বিক্রি করা হয়েছে ছবির স্যাটেলাইট।
বর্তমান সময়ে ছবি মুক্তির আগেই স্বত্ব বিক্রি হয়ে যাওয়া কোনও নতুন ব্যাপার নয়। তবে ছবিমুক্তির আগেই ১ হাজার কোটি টাকা আয়ের এমন ঘটনা অন্য কোনও ভারতীয় সিনেমার ক্ষেত্রে এর আগে ঘটেনি। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। বলা হচ্ছে, এখনও পর্যন্ত কোনও ভারতীয় ছবি নাকি মুক্তির আগেই ‘পুষ্পা ২’-এর মতো ব্যবসা করতে পারেনি। তাহলে মুক্তির পরে বক্স অফিসে এর সাফল্য কতটা বিরাট হবে, এর অপেক্ষায় নেটিজেনরা। দেশের বক্স অফিসে নতুন নজির গড়তে পারবে কি না, এখন সেটাই দেখার।
সারাবাংলা/এএসজি