Friday 13 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিষেকের বিয়ে নিয়ে খোঁচা নিমরতের

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৭ অক্টোবর ২০২৪ ১৫:৫৬

ফাটল ধরেছে দাম্পত্যে, বিচ্ছেদও নাকি আসন্ন অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায়ের। বেশ কিছু দিন ধরেই বলিপাড়ায় এই জল্পনা ক্রমশ জোরদার হচ্ছে। যদিও তাদের দাম্পত্যে দূরত্বের কারণ স্পষ্ট নয়। শোনা যাচ্ছিল, সংসারে বনিবনার অভাবেই দূরত্ব বেড়েছে তাদের মধ্যে। পাশাপাশি জয়া বচ্চন এবং শ্বেতা বচ্চন নন্দার সঙ্গেও নাকি দূরত্ব বেড়েছে ঐশ্বরিয়ার। তবে গত কয়েক দিন ধরে নেটপাড়ায় ঘুরছে আরও একটি সম্ভাব্য তথ্য। ঐশ্বরিয়া ও অভিষেকের দাম্পত্যে নাকি তৃতীয় ব্যক্তি পা রেখেছেন। আর এই তৃতীয় ব্যক্তি আর কেউ নন, অভিনেত্রী নিমরত কৌর! তবে এই গুঞ্জনের পিছনে রয়েছে কি কোনও সত্যতা? এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি ঐশ্বরিয়া, অভিষেক কিংবা নিমরতের কেউই।

বিজ্ঞাপন

‘দশভি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন অভিষেক ও নিমরত। এই ছবির শুটিং থেকেই মন দেওয়া নেওয়ার শুরু? সেই প্রশ্নের জবাব এখনও আসেনি প্রকাশ্যে। তবে এই কথা চাউর হওয়ার পরেই নেটপাড়ায় তাকে ঘিরে শুরু হয়েছে চূড়ান্ত সমালোচনা এবং বিদ্রুপ। অন্যদিকে, ঐশ্বরিয়ার প্রতি আছড়ে পড়ছে নেটিজেনদের সহানুভূতি। এরকম আবহেই নেটপাড়ারই ভাইরাল হয়েছে একটি পুরনো খবর। বলা ভাল, পুরনো ঘটনা। কী সেই ঘটনা? ২০২২ সালে ‘দশভি’ ছবির প্রচারে এসে একটি সাক্ষাৎকারে কথা-আড্ডার ফাঁকে অভিষেককে বলেন, “বিয়ের পর ১৫ বছর কেটে গিয়েছে। তারপরেও দারুণ কাটছে তার জীবন ও দাম্পত্য।” শোনামাত্রই পাশে বসা নিমরতের মুখে খেলে যায় হাসি। হালকা খোঁচা মেরে বলে ওঠেন, “বিয়ে সাধারণত এত বছর থেকে না।” অভিনেত্রীর কথা শুনে হেসে ওঠেন অভিষেকও। তারপর খানিক নিচু স্বরে বলে ওঠেন “ধন্যবাদ।” সেই শুনে অভিষেকের ‘দশভি’ ছবির এই সহ-অভিনেত্রী খানিক সতর্ক ভঙ্গিতে বলে ওঠেন, “আমি কিন্তু তোমার প্রশংসাই করলাম।”

বিজ্ঞাপন

অবশ্য এরপর অভিষেক চুপ করে না থেকে ঐশ্বরিয়ার দারুণ প্রশংসা করেন। সমাজমাধ্যমে কটাক্ষ থেকে জীবনের কঠিন সময় যেভাবে সামলে চলেন ঐশ্বরিয়া, তা যে তাকে মুগ্ধ করে সেকথাও সেদিন লুকোননি ‘জুনিয়র বচ্চন’। তবে এই ভিডিও দেখে অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্কের জল্পনা আরও ছড়াচ্ছে নেটপাড়ায়।

সারাবাংলা/এজেডএস

অভিষেক বচ্চন ঐশ্বরিয়া বচ্চন নিমরত কৌর

বিজ্ঞাপন

শহিদ বুদ্ধিজীবী দিবস আজ
১৪ ডিসেম্বর ২০২৪ ০০:০২

আরো

সম্পর্কিত খবর