Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে যাত্রা শুরু শাকিবের

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১ নভেম্বর ২০২৪ ১৭:১৫

‘তুফান’ পাকিস্তানের ৪৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শুক্রবার (১ নভেম্বর)। রায়হান রাফি পরিচালিত ছবিটির মধ্য দিয়ে পাকিস্তানের সিনেমা শাকিব খানের যাত্রা শুরু হলো।

প্রথম সপ্তাহে ‘তুফান’র ১৩০টি করে শো হবে দেশটির বিভিন্ন মাল্টিপ্লেক্সে। পরের সপ্তাহে এর সংখ্যা বাড়তেও পারে বরে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা।

পাকিস্তানের সিন্ধু প্রদেশের বড় দুই শহর করাচি ও হায়দরাবাদের ৬টি মাল্টিপ্লেক্স মুক্তি পেয়েছে ‘তুফান’। তা ছাড়া পাঞ্জাব প্রদেশের লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, গুজরাটসহ ১৩টি শহরের ৩৬টি মাল্টিপ্লেক্স মুক্তি পেয়েছে সিনেমাটি। পাকিস্তানের দর্শকদের জন্য সিনেমাটি উর্দু ভাষায় ডাবিং করা হয়েছে।

শাকিব খান গণমাধ্যমে বলেন, “বাংলাদেশি সিনেমার গ্র্যান্ড বিশ্ব যাত্রা ‘প্রিয়তমা’ দিয়ে শুরু হয়। ‘প্রিয়তমা’ সিনেমার গান এবং সিনেমা ছড়িয়েছে গ্লোবালি। সংবাদমাধ্যমে ওই সময়েই জানতে পেরেছি, সারা বিশ্বসহ পাকিস্তানেও আমার সিনেমা বা আমাকে নিয়ে তীব্র আগ্রহের কথা। এবার সেটা বাস্তবেও দেখা যাচ্ছে।”

‘তুফান’-এ শাকিব খানের সঙ্গে কাজ করেছেন ঢাকার নাবিলা ও কলকাতার মিমি।

সারাবাংলা/এজেডএস

তুফান পাকিস্তান শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর