Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০ হলে মুক্তি পেল ‘স্ত্রী ২’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১ নভেম্বর ২০২৪ ১৭:২৮

বলিউডের ‘স্ত্রী ২’ বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে শুক্রবার (১ নভেম্বর)। সাফটা চুক্তির আওতায় মুক্তি পাওয়া ছবি দেশের ৩০টি সিনেমা হলে চলছে। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’র বিনিময়ে ছবিটি আমদানি করা হয়েছে।

গত সপ্তাহে মুক্তির কথা থাকলেও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় তা সম্ভব হয়নি। আমদানিকারক প্রতিষ্ঠান দ্য অভি কথাচিত্রের জাহিদ হাসান অভি গণমাধ্যমকে জানান, শুক্রবার থেকে বাংলাদেশের ৩০টি প্রেক্ষাগৃহে ‘স্ত্রী ২’ মুক্তি পেয়েছে। গত সপ্তাহে মুক্তি দেয়ার ইচ্ছে ছিল কিন্তু অনুমতি প্রাপ্তিতে বিলম্ব হওয়ায় সম্ভব হয়নি, তাই আজ মুক্তি পেল।

বিজ্ঞাপন

১৫ আগস্ট ভারতে মুক্তি পেয়েছিল হরর কমেডি ঘরানার ‘স্ত্রী ২’। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর। এতে বরুণ ধাওয়ান ও অক্ষয় কুমার ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘স্ত্রী’। তারই সিক্যুয়েল ঘিরে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে।

সেই প্রত্যাশা ছাপিয়ে যেতে সক্ষম হয়েছেন শ্রদ্ধা, রাজকুমার, পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপারশক্তি খুরানা অভিনীত ৬০ কোটি রুপির এই ছবি!

অমর কৌশিক পরিচালিত এ সিনেমার গল্পে দেখা যায়, চান্দ্রেই শহরে হঠাৎ আবির্ভূত হয় মস্তকবিহীন এক ভূত। ভূত তাড়াতে রাজকুমারকে সহযোগিতার জন্য এগিয়ে আসে শ্রদ্ধা। একসময় রাজকুমার জানতে পারে, শ্রদ্ধা কোনো মানুষ নয়, সেও আসলে ভূত। এগিয়ে যায় ছবি গল্প।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ‘স্ত্রী ২’ ৮০১ কোটি টাকার উপর ব্যবসা করে এবং ভারতেই ৫৮৬ কোটি রুপি আয় করে ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’র রেকর্ড ভাঙে। ছবির ‘আজ কি রাত’ নামে মধুবন্তী বাগচী গাওয়া একটি গান তুমুলভাবে জনপ্রিয়তা অর্জন করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

প্রহেলিকা বাংলাদেশে মুক্তি স্ত্রী ২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর